কলকাতা: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, পর্দায় এবার দেখা যেতে চলেছে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) রসায়ন। পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। ছবির নাম 'তোকে ছাড়া বাঁচব না' (Toke Chhara Banchbo Na)। প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন যশ এবং প্রিয়ঙ্কা। এর আগে নেট দুনিয়ায় এই ছবির বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে। আর আজ প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার।
'তোকে ছাড়া বাঁচব না' ছবির ট্রেলার-
এদিন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে 'তোকে ছাড়া বাঁচব না' ছবির ট্রেলার। ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'সত্যিকারের ভালোবাসায় কখনও কখনও ম্যাজিক হয়। তোমরা কি বিশ্বাস করো ম্যাজিকে?' 'তোকে ছাড়া বাঁচব না' ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুজিত মণ্ডল। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যশ দাশগুপ্ত এবং প্রিয়ঙ্কা সরকার ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়, ভরত কল, অম্বরীশ ভট্টাচার্য এবং আরও অনেককে। ট্রেলার প্রকাশ্যে আসতেই তা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। তাঁরা কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন - Govinda Naam Mera: স্ত্রী ভূমি আর প্রেমিকা কিয়ারাকে নিয়ে 'গোবিন্দা' হয়ে আসছেন ভিকি
'তোকে ছাড়া বাঁচব না' ছবির ট্রেলার দেখে কেউ লিখেছেন, 'ট্রেলার এত সুন্দর হবে ভাবতেই পারিনি। বাংলা কমার্শিয়াল লাভস্টোরি আবার ফিরে এসেছে। ছবি হিট হওয়ার অপেক্ষায় আছি।' আবার কেউ লিখেছেন, 'খুব ভালো লাগল ট্রেলার। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরের জাদুতে মন ছুঁয়ে গেল। যশ ও প্রিয়ঙ্কার রসায়ন অসাধারণ। আশা করি বক্স অফিসে ঝড় উঠবে।'
প্রসঙ্গত, টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর হাতে রয়েছে একাধিক ছবি। টলিউডে ছবি করার সঙ্গে সঙ্গে তাঁর বলিউডে ডেবিউ করার কথাও শোনা যাচ্ছে। 'ইয়ারিয়া ২' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে তাঁর। এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)। প্রযোজনা সংস্থার অংশ হিসেবে রয়েছেন শিব চানানা (Shiv Chanana) ও কৃষণ কুমার (Krishan Kumar)। ২০২৩ সালের ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানার। এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়। যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে। অন্যদিকে, প্রিয়ঙ্কা সরকারকেও দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে।