কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রায় প্রত্যেকটি পোস্টই ইঙ্গিতপূর্ণ, অথচ অনুরাগীদের করা একাধিক প্রশ্নের কোনও উত্তর দেন না তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে আড়ালেই রেখেছেন যশ দাশগুপ্ত। নির্বাচনের ফলাফলের পর আপাতত রাজনীতি থেকে দূরেই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কখনও পুরনো ছবি অথবা কখনও ছুটি কাটানোর ছবি শেয়ার করেন অভিনেতা। আর তাঁর প্রায় প্রত্যেক ছবির নীচেই জ্বলজ্বল করে নুসরত জাহানের ভালোবাসা চিহ্ন!
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যশ দাশগুপ্তের ছবির ক্যাপশানে ছিল পারিবারিক অশান্তির আঁচ। পরিবারের সঙ্গে অশান্তিতে ভুগছেন যশ? সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছিলেন, 'আমি পরিবারের খারাপ সন্তান হতে পারি, কিন্তু যাঁরা নিজেদের ভালো দেখান, তাঁরা তেমন নয়।' কিছুদিন আগেই পোষ্যর সঙ্গে ছবি দিয়ে যশ লিখেছিলেন, 'আমি যখনই কোনও হাত খুঁজেছি, আমি পোষ্যের হাতই পেয়েছি।' একাকিত্বে ভুগছেন যশ? উত্তর অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় হামেশাই আশার কথা লেখেন নুসরত, কঠিন সময় কাটিয়ে চেষ্টা করেন ভালো থাকার।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যশ। ডেনিম জ্যাকেটের সঙ্গে যশের কপালে ব্যান্ড, মুখে হাসি। ছবিটি শেয়ার করে যশ লিখেছেন, 'খুশি থাকো, খুশি থাকার কারনও চলে আসবে।' সঙ্গে এই ছবিটিকে পুরনো ছবি বলেও উল্লেখ করেছেন যশ। আর সেই ছবির নীচে, অনুরাগীদের কমেন্টের ভিড়েও জ্বলজ্বল করছে নুসরতের দেওয়া ভালোবাসার চিহ্ন।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একই জায়গায় ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। যদিও সেই কথা লেখেননি কেউই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেন নুসরত। তাঁর চোখের কালো চশমায় স্পষ্ট একজন পুরুষের প্রতিবিম্ব। ক্যাপশানে নুসরত লিখেছেন 'এসো, সূর্যকে অবাক করি'। অনুরাগীরা অনেকেই নুসরতের সৌন্দর্য্যের কথা লিখেছেন সেই ছবিতে। একজন অনুরাগী লেখেন, 'যশ এই ছবিটি তুলেছেন। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি কি পিতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত?' উত্তর মেলেনি নুসরত বা যশ কারও থেকেই। কেবল নুসরতের ছবিতে যথারীতি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন যশ।