সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ স্পেনের সামনে জায়ান্ট কিলার সুইৎজ়ারল্যান্ড। যারা প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিদায় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
ইউরো কাপে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে স্পেন ও সুইৎজ়ারল্যান্ড। তবে বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দেশ। ১৯৬৬, ১৯৯৪ ও ২০১০ সালে। ১১ বছর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে ১-০ হারিয়ে দিয়েছিলেন সুইসরা। ঘটনাচক্রে সেবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। তবে দুই দলের শেষ ২২টি ম্যাচে মাত্র একবারই হেরেছে স্পেন। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে উয়েফা নেশনস লিগে দু'বার মুখোমুখি হয়েছিল দুই দেশ। তাতে প্রথম পর্বে স্পেন জিতেছিল। দ্বিতীয় ম্যাচে সুইৎজ়ারল্যান্ড ড্র করেছিল। আজ কি হবে, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
স্পেনের মূল ভরসা পেদ্রি গঞ্জালেজ়। স্পেনের হয়ে রেকর্ড গড়ে ফেলেছেন ১৮ বছরের ফুটবলার। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে স্পেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টে খেলছেন পেদ্রি। গত মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক। আর এর মধ্যেই স্পেনের কোচ লুইস এনরিকের অন্যতম আস্থাভাজন হয়ে উঠেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত স্পেনের ৪টি ম্যাচেই শুরু থেকে খেলেছেন পেদ্রি।
এবং, শুক্রবার রাতে সেন্ট পিটার্সবার্গে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধেও স্পেনের অন্যতম তুরুপের তাস পেদ্রি। তাঁর সঙ্গে স্পেনের কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তার তুলনা শুরু হয়ে গিয়েছে। একইরকমভাবে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান। গত মরসুমে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে তাঁর বোঝাপড়া ছিল দেখার মতো। তবে বার্সায় তাঁকে রোনাল্ড কোমান একটু নীচের দিকে খেলান। স্পেনের জাতীয় দলে তাঁর জন্য এনরিকে একটু আক্রমণাত্মক ভূমিকা ঠিক করে রেখেছেন। সেই ভূমিকাতেই অনবদ্য ফুটবল উপহার দিচ্ছেন পেদ্রি।
কখন, কোথায় দেখবেন ম্যাচ: স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড খেলা শুরু রাত ৯.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।