কলকাতা: ছুটির দিন সকালেই সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন গোল দিচ্ছেন যশ-নুসরত। তাঁদের প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় প্রোফাইলে আপলোড করা নতুন ছবি। শ্যাওলা রঙের প্রিন্টেড জাম্পশ্যুটে এয়ারপোর্ট লুকে বাজিমাত নুসরত জাহানের। অন্যদিকে গাঢ় শ্যাওলা ও কালো রঙের পোশাকে তাক লাগানের যশ দাশগুপ্তও।
আজ বাংলাদেশ পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। দুজনে সদ্য নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং করেছেন যশ নুসরত। এরপর আজই বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন তাঁরা। তবে তাঁদের পরিকল্পনায় কোনও শ্যুটিং নেই বলেই সূত্রের খবর। কেবল নাকি ঘুরতে যাওয়ার জন্যই বাংলাদেশে পাড়ি দিয়েছেন এই জুটি।
'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে। এক ছাত্রের খুন দেখে ফেলেন মাস্টারমশাই। আর সেই খুনের সঙ্গে যে জড়িত, সে শুধু তাঁর ছাত্রই নন, তাঁর মেয়ের প্রেমিকও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে (Nusrat Jahan)। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), শ্রীতমা ভট্টাচার্য্য (Sritama Bhattacharjee) ও দেবাশীষ মণ্ডল Debasish Mondal। জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবি নিবেদন করছেন অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha) ও বনানী সাহা (Banani Saha)। ছবির গল্প লিখেছেন মোমো।
আরও পড়ুন: '২ দিন ধরে দোল খেলা, রঙ উঠতে সময় লাগত এক সপ্তাহ'
সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে শিলাদিত্য লিখেছেন, 'শেষ ক্ল্যাপ। আমি ধন্যবাদ জানাতে চাই, এনা সাহা, বনানী সাহা-কে এত সুন্দরভাবে ছবিটাকে প্রযোজনা করার জন্য। যশ ও নুসরতকে, তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স ও সবসময় সহোযোগীতার জন্য। ছবির সঙ্গে যুক্ত বাকিদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন শিলাদিত্য।
পর্দায় এর আগেও দর্শক যশ-নুসরত জুটিকে দেখেছে। তবে এই ধরণের গম্ভীর চরিত্রের জন্য এই জুটিতে কেন বাছলেন শিলাদিত্য? পরিচালক বলছেন, 'যশ আর নুসরতের চরিত্র দুটো বেশ সিরিয়াস। ছবিতে ওরা দুজনেই পিএইচডির ছাত্র-ছাত্রী। গল্পটা ২০০০ সালের। সেই সময়ের ছাত্র রাজনীতি একটা সম্পর্কে কীভাবে প্রভাব ফেলে সেটাই গল্প। দর্শক এই প্রথম ওদের এইরকম কোনও চরিত্রে দেখবেন। আমি নিজেই ওদের কাছে গিয়ে চিত্রনাট্য শোনাই। 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছাড়াও আরও চিত্রনাট্য শুনিয়েছিলাম ওদের। তবে ওরা এই ছবিটাই বাছল। আমার নিজেরও ভীষণ পছন্দ ছিল এই চিত্রনাট্যটা। ফলে কাজ শুরু। ওরা দুজনে উৎসুক ছিল এই চরিত্র দুটোর জন্য। যশের সঙ্গে আমি 'চিনেবাদাম'-এ কাজ করলাম। তবে নুসরতের সঙ্গে এটা আমার প্রথম কাজ।'