নয়াদিল্লি: 'কেজিএফ' অভিনেতা যশ ('KGF' Star Yash) নাকি কাজ করতে চান বলিউডের বাদশাহ (Bollywood Badshah) শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে! এমনই খবর সূত্রের। তবে এখানেই শেষ নয়। সূত্রের আরও খবর, দুই তারকাই নাকি একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন। যদি গুঞ্জনে বিশ্বাস করা যায়, তাহলে শোনা যাচ্ছে যে যশ বলিউডে তাঁর কাজের পরিধি বাড়ানোর চিন্তা করছেন। কোথায়, কবে একসঙ্গে কাজ করবেন তাঁরা? কী জানা যাচ্ছে?


যশ ও কিং খান একসঙ্গে কাজ করবেন? কবে? কোথায়?


শোনা যাচ্ছে নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এর অংশ হতে চলেছেন যশ। বলা হচ্ছে যে তাঁর দ্বিতীয় বলিউড ছবিতে সই করতে চলেছেন শীঘ্রই। এই সমস্ত গুঞ্জনের মধ্যেই একটি নতুন খবর শোনা যাচ্ছে, যশ ও শাহরুখ খানও একসঙ্গে সিনেমা করতে পারেন কিন্তু একমাত্র যে কারণে সেই কাজ এগোচ্ছে না, তা হল যথাযথ চিত্রনাট্য। 


এক জাতীয় বিনোদন সংস্থার ঘনিষ্ঠ সূত্রের খবর, 'তাঁর শাহরুখ খানের সঙ্গে কাজ করার ব্যাপারে প্রচুর গুঞ্জন শোনা যাচ্ছে - এবং এই ব্যাপারে দুই তারকাই ভীষণ উত্তেজিত। যদিও, তাঁদের একসঙ্গে কাজ করার জন্য সঠিক প্রজেক্টের প্রয়োজন কারণ সেই কাজ থেকে বিপুল প্রত্যাশা থাকবে এবং দুজনের কেউই অনুরাগীদের হতাশ করতে চান না। সেই কারণেই হঠকারি সিদ্ধান্ত না নিয়ে খুব ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন তাঁরা।'


ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, 'কেজিএফ' তারকার সঙ্গে অন্য একটি প্রজেক্টের জন্য 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর (RFed Chillies Entertainment) কথা হচ্ছে। 'ইতিমধ্যেই তিনি দ্বিতীয় বলিউড ছবি নিয়ে কথাবার্তা বলছেন - যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য তিনি রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তাঁরা অভিনেতার সঙ্গে সৃজনশীল সমস্ত আইডিয়ার আলোচনা করে ফেলেছেন, তাঁর পছন্দ হয়েছে এবং কী দাঁড়ায় শেষ পর্যন্ত তা দেখার অপেক্ষায় রয়েছেন', দাবি সূত্রের। 


আরও পড়ুন: Shobhita Dhulipala: ২০১৬ সালে অডিশন! অবশেষে 'মাঙ্কি ম্যান' ছবির মুক্তির আগে নস্ট্যালজিক শোভিতা ধুলিপালা


অন্যদিকে, যশের হাতে ইতিমধ্যেই বেশ কিছু প্রজেক্ট রয়েছে। গত মাসেই তাঁর নতুন কন্নড় ছবি 'টক্সিক'-এর ঘোষণা করেন অভিনেতা। সেই ছবি খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতাকে। গীতু মোহনদাস ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন, সেই কথা প্রকাশ্যে আনলেও অন্য কোনও তথ্য ফাঁস করা হয়নি। শোনা যাচ্ছে ছবিতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে বলিউডের তারকা অভিনেত্রী করিনা কপূর খানকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।