নয়াদিল্লি: মুক্তির পর থেকে ঝড় তুলেছে 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2)। একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। করোনা অতিমারীর (Covid pandemic) কারণে একাধিকবার ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পর গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে  ছবিটা। এখন চতুর্দিকে শুধু এই ছবি নিয়েই চর্চা তুঙ্গে। 


মুক্তি থেকেই কোটি ছুঁয়েছে 'কে জি এফ: চ্যাপ্টার ২'


১৪ এপ্রিল মুক্তির পর থেকেই কোটির কোঠা পেরিয়েছে এই ছবির ব্যবসা। দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করা ছবি এটি। এবার নতুন পালক ছবির মুকুটে। হিন্দি বলয়ে (Hindi Belt) পঞ্চম দিনে সর্বোচ্চ ২৫৯ কোটি টাকার ব্যবসা করল 'কে জি এফ: চ্যাপ্টার ২'।


প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত ও যশ (Yash) অভিনীত 'কে জি এফ' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে, কন্নড় (Kannad), তামিল (Tamil), তেলুগু (Telugu), মালয়লম (Malayalam) ও হিন্দি (Hindi)। শুধু দক্ষিণ ভারতেই নয়, উত্তর ভারত ও হিন্দি বলয়েও অসামান্য ব্যবসা করে চলেছে এই ছবি এবং সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। 


 






প্রথম সপ্তাহান্তেও দুর্দান্ত ব্যবসা


'কে জি এফ: চ্যাপ্টার ২' প্রথম সপ্তাহান্তে ৫৪৬ কোটি টাকা আয় করে বিশ্বের বক্স অফিসে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম দিনেই ১০০ কোটি টাকা অতিক্রম করার পর, ছবিটি মুক্তির চতুর্থ দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকাও অতিক্রম করে।


আরও পড়ুন: Alia Bhatt: বিয়ের অনুষ্ঠানের পর প্রথম ক্যামেরার সামনে, গোলাপি ফ্লোরাল সালোয়ার কামিজে ঝলমলে নববধূ আলিয়া