কলকাতা: প্রাইমারি স্কুলের এক কার পুল ড্রাইভারের গল্প। নাম, হরিনাথ পত্র। গরীব এই ড্রাইভার হ্যারি পটার সিরিজের অনুরাগী। এই চরিত্রকে নিয়েই আবর্তিত হয়েছে 'কলকাতার হ্যারি' -র গল্প। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ৬ই মে। 


অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে প্রযোজনাও করছেন সোহম। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন সোহম।মাস্টার বিট্টুর হিসাবে পরিচিতি পেয়েছিলেন, এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গুহ, লাবনী সরকারের প্রমুখ পরিচিত মুখ অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলবে।


আরও পড়ুন: বিয়ের পর প্রথম হোলি কীভাবে উদযাপন করছেন ভিকি-ক্যাটরিনা?


গল্পটা একজন কার পুল ড্রাইভারকে নিয়ে। প্রাইমারি স্কুলে কাজ করে সে। এই চরিত্রেই অভিনয় করছেন সোহম। পর্দায় তাঁর নাম হরিনাথ পত্র। হরিনাথ হ্যারি পটার সিরিজের অনুরাগী। দারুণ গল্প বলতে পারে সে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। গল্পে রয়েছে আরও এক চরিত্র, নাম তিতলি। ১০ বছরের এই একরত্তিকে নিয়ে সারাদিন চিন্তায় থাকে তার মা। আর আছে তাঁর ১৪ বছরের বড় দিদি মোহর। শিক্ষকতা করে সে। এই তিন চরিত্রের গল্প, বন্ধুত্ব আর ওঠাপড়া নিয়েই আবর্তিত হবে 'কলকাতার হ্যারি'-র  গল্প। ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি।


আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একদল শিশু বার বার ডাকছে সোহমকে। তারপরেই প্রশ্ন, ম্যাজিক কবে হবে? কালো টি শার্টে সোহম জানাচ্ছেন, যেদিন কলকাতার হ্যারি আসবে, সেদিন ম্যাজিক হবে। এরপর সবার প্রশ্ন, কবে? নিজের মুখেই সোহম জানাচ্ছেন, ৬ মে প্রেক্ষাগৃহে আসছে 'কলকাতার হ্যারি'।