কলকাতা: আরও একটা বছর শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা। চলে যাবে ২০২১ । এরপর আমরা বাঁচবো আজকের বর্তমানে মানে ২০২২-এ। বাংলা ছবির জগতের কেমন গেল ২০২১ বছরটা। ভালো মন্দ মিশিয়ে বাংলা ছবির জগৎ কী কী পেল আর কী কী হারাল। করোনা পরিস্থিতির কথাও ভুলে গেলে চলবে না। চলতি বছর করোনা অতিমারির কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল সিনেমাহল। ফলে ছবির ব্যবসাতেও পড়েছে তার প্রভাব। কী কী ছবি মুক্তি পেল? নতুন বছরে পা দেওয়ার আগে এক ঝলকে দেখে নিন, ২০২১ সালে কোন কোন মাসে কী কী বাংলা ছবি মুক্তি পেয়েছিল।
জানুয়ারি -
১) তুমি আসবে বলে - এই ছবির পরিচালক ছিলেন সুজিত মণ্ডল। আর সুরিন্দর ফিল্মসের এই ছবিতে অভিনয় করেছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।
ফেব্রুয়ারি -
১) ম্যাজিক - পরিচালক ছিলেন রাজা চন্দ। আর এই ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।
২) প্রেম টেম - অনিন্দ্য চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। ভেঙ্কটেশ ফিল্মসের রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র এবং সৌম্য মুখোপাধ্যায়। ৩) মিস কল - সুরিন্দর ফিল্মসের এই ছবির পরিচালক ছিলেন রবি কিনাগি। আর অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী এবং ঋতিকা সেন।
মার্চ -
১) হীরালাল - এই ছবির পরিচালক ছিলেন অরুণ রায়। অভিনয় করেছিলেন, শাশ্বত মুখোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় এবং শঙ্কর চক্রবর্তীর মতো তারকারা।
২) শ্লীলতাহানির পরে - সোনম মুভিজের এই ছবির পরিচালক ছিলেন রেশমি মিত্র। আর অভিনয় করেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যা, রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় এবং মৌবনি সরকার।
এপ্রিল -
১) ফ্লাইওভার - সুরিন্দর ফিল্মসের এই ছবিটি পরিচালনা করেছিলেন অভিমুন্য মুখোপাধ্যায়। অভিনয় করেছিলেন, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, কৌশিক রায় এবং পৌলমি দাস। ২) এই আমি রেণু - সৌমেন সুরের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন সৌহম চক্রবর্তী, সোহিনী সরকার, গৌরব চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।
২০২১-এর মে, জুন এবং জুলাই মাসে কোনও বাংলা ছবি সিনেমাহলে মুক্তি পায়নি করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে।
অগাস্ট -
১) মুখোশ - ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবির পরিচাবক ছিলেন বিরসা দাশগুপ্ত। অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রেয়ী ঘোষ, পায়েল দে এবং কৌশিক সেন। ২) বিনি সুতোয় - অতনু ঘোষের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন, জয়া আহসান এবং ঋত্ত্বিক চক্রবর্তী।
সেপ্টেম্বর -
১) লকডাউন - পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেছিলেন, সৌহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২) অবলম্বন - নাড়ুগোপাল মণ্ডলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিত চক্রবর্তী এবং মেঘনা হালদার। ৩) তরুলতার ভূত - পরিচালক দেব রায়ের এই ছবিতে অভিনয় করেছিলেন, ইশা সাহা, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।
অক্টোবর -
১) গোলন্দাজ - এসভিএফ এন্টারটেইনমেন্টের এই ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন দেব, অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহা। ২) হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী - অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়। ৩) বাজি - অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন জিত এবং মিমি চক্রবর্তী। ৪) বনি - সুরিন্দর ফিল্মসের এই ছবিটি পরিচালনা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, কাঞ্চন মল্লিক এবং অঞ্জন দত্ত।
নভেম্বর -
১) নির্ভয়া - অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচি চক্রবর্তী এবং শ্রীলেখা মিত্র। ২) অল্প হলেও সত্যি - সৌম্যজিত আদকের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন, সৌরভ দাস এবং দর্শনা বনিক।
ডিসেম্বর -
১) অভিযাত্রিক - শুভ্রজিত মিত্রের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, বরুণ চন্দ এবং বিশ্বনাথ বসু। ২) টনিক - দেব অন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের এই ছবিটি পরিচালনা করেছেন অভিজিত সেন। আর এই ছবিতে অভিনয় করেছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শকুন্তলা বড়ুয়ার মতো তারকারা।
এবার নজর দেওয়া যাক একটু অন্যদিকে।
মা হলেন নুসরত জাহান-
চলতি বছর মা হয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা এবং সাংসদ নুসরত জাহান। স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মা হতে চলার খবর। স্বাভাবিকভাবেই হবু সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু কোনও ট্রোলের জবাব না দিয়ে মা হওয়া পর্যন্ত নিশ্চুপ ছিলেন অভিনেত্রী। নুসরত জাহানের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আঙুল ওঠে অভিনেতা যশ দাশগুপ্তের দিকে। যদিও তিনিও একইভাবে মুখ বন্ধ রেখেছিলেন।
ফের বিয়ে ভাঙল শ্রাবন্তীর-
বাংলা ছবির পরিচিত মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় খবরে থাকেন তাঁর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। কিন্তু রোশন সিংহের সঙ্গেও বিয়ে টিকলো না অভিনেত্রীর। এই নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি। শোনা যাচ্ছে কোনও ব্যবসায়ীর সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে অফিশিয়ালি এই সম্পর্কের স্বীকৃতি দেওয়া হয়নি।
অনুপম রায়ের বিবাহবিচ্ছেদ-
সবাইকে চমকে দিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন সুরকার অনুপম রায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। 'ব্যক্তিগত' কারণেই যে তাঁরা বিবাহিত সম্পর্কে ইতি টানছেন, তা সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা করেন।
২০২১-এ ছেড়ে চলে গেলেন অনেক বাংলা ছবির জগতের তারকা-
শঙ্খ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, বুদ্ধদেব গুহর মতো খ্যাতনামা শিল্পীদের আমরা হারালাম এই বছর।