মেলবোর্ন: অ্যাশেজে পরপর ২ টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। আর একটি ম্যাচ হার মানেই সিরিজও খোয়াতে হবে ইংল্যান্ডকে। এই পরিস্থিতিতে একাদশে চারটে বদল আনতে চলেছে ইংল্যান্ড তৃতীয় টেস্টে। বাদ দেওয়া হচ্ছে ক্রমাগত ব্যর্থ ররি বার্নসকে। তালিকায় আছেন স্টুয়ার্ট ব্রড, ওলি পোপ ও ক্রিস ওকস। তাঁদের বদলে এমসিজি টেস্টে দলে ঢুকে পড়ছেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জ্যাক লিচ ও মার্ক উড। 

Continues below advertisement

অ্যাশেজ বক্সিং ডে টেস্ট আর মাত্র এক দিন বাকি। আর তার আগের দিনই মোটামুটি নিশ্চিত যে মেলবোর্ন টেস্টে অভিষেক হতে চলেছে স্কট বোল্যান্ডের। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সিরিজে ২-০ তে এগিয়ে আছে। MCG-তে জয় তাদের সিরিজ নিশ্চিত করতে সাহায্য করবে। বোল্যান্ড সোমবার স্কোয়াডে আসেন কারণ জশ হ্যাজলউডকে পাওয়া যাবে না এই ম্যাচে। সাইড স্ট্রেনের জন্য এমসিজি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।

এমসিজি বোল্যান্ডের ঘরের মাঠ। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচে এখানে ৯১ উইকেট নিয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টে ঘরের মাঠে অভিষেক হওয়ার থেকে ভাল কিছু আর হতে পারে না। এমনকী অ্যাশেজের মঞ্চ। তৃতীয় টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে ফেলেছে অস্ট্রেলিয়া। তাতেই রাখা হয়েছে বোল্যান্ডকে। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া মাইকেন নেসার ও অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া ঝাই রিচার্ডসনকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। দলে ঢুকেছেন প্যাট কামিন্স। তিনিই নেতৃত্ব দেবেন মেলবোর্ন টেস্টে দলকে। 

Continues below advertisement

অ্যাশেজে পরপর ২ টেস্ট জয় এসেছে। ব্রিসবেনের(brisbane) পর অ্যাডিলেড (adilade) টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (australia)। আর এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (wtc points) পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাঁরা ২ নম্বর স্থানে রয়েছে। ভারতীয় দল রয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে।