মুম্বই: ২০২২ সাল (2022) যাওয়ার পথে। আর মাত্র কয়েকটা দিন পরই শেষ হয়ে যাবে চলতি বছরটা। গোটা একটা বছরে কত কীই না ঘটে গেল। বিনোদনের জগতে কত ছবি মুক্তি পেল। কত ছবি বক্স অফিসে সাফল্য পেল। আবার কত ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। চলতি বছরের শুরুর দিকটায় করোনা সংক্রমণের আশঙ্কা ছিল কিছুটা। তার মধ্যেই মুক্তি পেয়েছে বহু ছবি। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সমস্ত ছবিগুলিতে। যেগুলি বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।


১০০ কোটির ক্লাবে পৌঁছনো ভারতীয় ছবি-


১. কেজিএফ চ্যাপ্টার ২- দক্ষিণী ছবির সুপারস্টার যশের ছবি 'কেজিএফ চ্যাপ্টার ২' নিয়ে প্রত্যাশা ছিল দর্শকদের। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আর সেই প্রত্যাশা প্রভাব ফেলে বক্স অফিসে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লম ভাষায় মুক্তি পায় ছবিটি। ১২৫০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।


২. আরআরআর- 'বাহুবলী' পরিচালক এস এস রাজামৌলীর ছবি 'আরআরআর'। এই মুহূর্তে এই ছবি অস্কারের দৌড়েও রয়েছে। একাধিক পুরস্কার পাওয়া 'আরআরআর' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগনকে। ১২০০ কোটি টাকার মোট ব্যবসা করে এই ছবি।


৩. পোন্নিয়ন সেলভান ১- মনি রত্নমের এই ছবিতে অভিনয় করেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, প্রকাশ রাজ এবং আরও অনেকে। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবি ব্যবসা করেছে ৫০০ কোটি টাকার।


৪. বিক্রম- কমল হাসান, বিজয় সেতুপতি অভিনীত ছবি 'বিক্রম' বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এই ছবিও ব্যবসা করেছে ৫০০ কোটি টাকার।


আরও পড়ুন - Malaika Arora: প্রেমিকার সঙ্গে প্রাক্তন স্বামীর ব্রেকআপ! কী বলছেন মালাইকা?


৫. ব্রহ্মাস্ত্র- রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' শেষ মুহূর্তে যেন লক্ষ্মী এনে দিয়েছিল বলিউডে। দীর্ঘ খরা কাটে এই ছবির হাত ধরেই। রণবীর - আলিয়া ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়, শাহরুখ খানরা। মোট ৪৩১ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।


৬. কান্তারা- চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পায় 'কান্তারা'। মোট ৪০৭ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।


৭. দ্য কাশ্মীর ফাইলস- পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' কে ঘিরে কম বিতর্ক দেখা দেয়নি। কোথাও প্রশংসিত হয়। আবার কোথাও এই ছবি সমালোচিত হয়। বক্স অফিসে এই ছবি মোট ব্যবসা করে ২৪০ কোটি টাকার।


৮. দৃশ্যম ২- অজয় দেবগন, শ্রিয়া সরন, তব্বু, অক্ষয় খন্না অভিনীত 'দৃশ্যম ২'কে ঘিরে দর্শকদের প্রত্যাশা আগে থেকেই চরমে ছিল। আর তা প্রভাব ফেলে বক্স অফিস কালেকশনে। ২৭৮ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।


৯. ভুলভুলাইয়া ২- কার্তিক আরিয়ানের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি 'ভুলভুলাইয়া ২'। দারুণ সাফল্য পায় বক্স অফিস কালেকশনে। মোট ২৬৬.৮৮ কোটি টাকার ব্যবসা করে।


১০. গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি- আলিয়া ভট্টের এই ছবি চলতি বছর প্রথম সাফল্য নিয়ে আসে বলিউডে। ২০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।