মুম্বই: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তারকারা সাধারণ মানুষের অনেক কাছের। তাঁদের ব্যক্তিগত জীবনের নানা কিছুই দেখা যায় এখন অনেক সহজেই। সম্প্রতি এক বলিউড তারকাকে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল তাঁক কন্যা সন্তানের সঙ্গে। আর নেট দুনিয়ায় প্রথমবার দেখা দিতেই জনপ্রিয় হয়ে গেলেন এই তারকা সন্তান।
কন্যার সঙ্গে বলিউড তারকা-
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কন্যা শোরার সঙ্গে মুম্বই বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রথমবার তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করলেন। অনুরাগীদের কেউ কমেন্ট করলেন যে, 'নওয়াজউদ্দিন কন্যা শোরাকে দেখতে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মতো লাগছে।' কেউ আবার লিখেছেন, 'কবে বলিউডে আসছে?' অনেকেই আবার কমেন্ট করেছেন যে, 'কী সাধারণ একটা পরিবার। তারকা হয়েও কত মাটির মানুষ। ওঁর কন্যাও খুব মিষ্টি।'
আরও পড়ুন - Jacqueline Fernandez: নোরার অভিযোগের জবাব দিলেন জ্যাকলিন
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কন্যা শোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখানেও শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">