মুম্বইয়ে বাড়ি খুঁজতে গিয়ে তিনি যে তিক্ত অভিজ্ঞতার সামনে পড়েন, সেকথাই ইন্সটাগ্রামে সকলের সঙ্গে শেয়ার করেন শিরিন। অভিনেত্রী এভাবেই তাঁর পোস্ট শুরু করেন, আমি এমবিএ, অর্থাত মুসলিম, ব্যাচেলর এবং অভিনেত্রী, তাই কেউ আমাকে বিশ্বাস করে থাকতে দিতে চাননি। বারংবারই তাঁর ধর্ম, ম্যারিটাল স্ট্যাটাস এবং লিঙ্গ বাধা হয়ে দাঁড়িয়েছে।
গত দুমাস পাগলের মতো বাড়ি খুঁজেছেন অভিনেত্রী। অনেকেই শিরিনকে মুখের ওপর বলে দিয়েছেন, আপনি মুসলিম এবং একলা, তাই থাকার ঘর দিতে পারব না। প্রায় একশোটা বাড়ি দুমাসে দেখে ফেলেছেন অভিনেত্রী। এমনকি যে সোসাইটিতে গত পাঁচ বছর থেকেছেন শিরিন, সেখানেও তাঁকে ফের প্রশ্ন-উত্তরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দালাল তাঁর কাছ থেকে বাড়তি টাকা চেয়েছেন। পরিবারের লোককে জোর করে তাঁর বাড়িতে এসে থাকতে বলেছেন।
তবে সবকিছুরই ভাল দিক রয়েছে। ইন্সটাগ্রামে এই খবর পোস্ট করার সঙ্গে সঙ্গে, এক ব্রাক্ষ্মণ তাঁকে ফোন করে বলেন, তাঁর ধর্ম, জাত এবং কাজ নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। তাঁর বাড়িতে নির্দ্বিধায় ভাড়া থাকতে পারেন শিরিন।