প্রয়াত শোলের অভিনেতা রাজ কিশোর
Web Desk, ABP Ananda | 07 Apr 2018 04:34 PM (IST)
মুম্বই: প্রয়াত হলেন বলিউডের প্রবীণ অভিনেতা রাজ কিশোর। বয়স হয়েছিল ৮৫ বছর। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট’স অ্যাসোসিয়েশনের সদস্য নুপূর অলঙ্কার জানিয়েছেন, ‘রাজ কিশোর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর পাকস্থলিতে কিছু সমস্যা ছিল। তবে তিনি শয্যাশায়ী ছিলেন না। কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গত রাতে গোরেগাঁওয়ে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।’ শোলে ছবিতে এক জেলবন্দির ভূমিকায় দেখা গিয়েছিল রাজকে। এছাড়া পড়োশন, দিওয়ার, রাম অউর শ্যাম, হরে রামা হরে কৃষ্ণা, করিশ্মা কুদরত কা, আশমান, বোম্বে টু গোয়া, করণ অর্জুনের মতো বিখ্যাত ছবিগুলিতেও অভিনয় করেন তিনি। তাঁর স্ত্রী ও এক ছেলে বর্তমান।