নয়াদিল্লি:  ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে সফল ডবলস প্লেয়ারের স্বীকৃতি পেলেন লিয়েন্ডার পেজ। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ভারতকে ডেভিস কাপে শুধু ৪৩ তম জয়ের খেতাবই এনে দেননি লিয়েন্ডার, চিনের সঙ্গে ফের টাই হয়েছে ভারতের।


অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের চাপে পড়ে ৪৪-এর পেজের সঙ্গে জুটি বাঁধেন বোপান্না। কোর্টে চিনা জুটি মো জিং গোঙ এবং জে ঝাংকে ৫-৭, ৭-৬ (৫), ৭-৬ (৩) হারিয়ে দেন পেজ-বোপান্না জুটি। প্রসঙ্গত, শুক্রবার রামকুমার রামানথন এবং সুমিত নাগালে অপ্রত্যাশিত হারের পরই ডবলসে টাই করার জন্যে একটা জয়ের প্রয়োজন ছিল ভারতের। আপাতত ভারতের এই তরুণ প্লেয়ারদের ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে পৌঁছতে দুটো রিভার্স সিঙ্গল জিতে আসতে হবে।

১৯৯০ সাল থেকে ডেভিস কাপে অংশ নেওয়া শুরু করেন পেজ। সেইসময় তাঁর সঙ্গে খেলতেন জিশান আলি। নব্বইয়ের দশকের শেষ দিকে ভূপতি-পেজ জুটি কার্যত একের এক সাফল্য এনে দিয়েছিল। তাঁরা একসঙ্গে ২৪টি ম্যাচ জিতেছিলেন। আজকেও প্রথমে পেজের সঙ্গে ডবলস খেলেতে রাজি ছিলেন না বোপান্না। কিন্তু অবশেষে তাঁদের জুটিই এনে দিল ডেভিস কাপের ডবলসে ভারতের ৪৩তম জয়।