মুম্বই: মৃত্যুর কয়েক বছর পরেও খবরের শিরোনামে অভিনেত্রী নন্দা। যদিও কারণ তাঁর অভিনয় সংক্রান্ত নয়, বরং সম্পূর্ণ ভিন্ন।
মুম্বইয়ের ভারসোভায় যে সমুদ্রমুখী মহার্ঘ্য অ্যাপার্টমেন্টে নন্দা ২০১৪-য় শেষনিঃশ্বাস ত্যাগ করেন, তার মালিকানা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার। মৃত্যুর আগে উইল করে ২০ কোটি টাকার সম্পত্তি একটি ট্রাস্টকে দিয়ে যান তিনি। এর মধ্যে রয়েছে ওই মূল্যবান অ্যাপার্টমেন্ট, চারটি বাংলো, থানে জেলার শাহপুরে জমি, গয়না, রূপোর বাসনপত্র, শেয়ার, নগদ টাকা, ব্যাঙ্ক ডিপোজিট ইত্যাদি। পরিবারের জন্য বিশেষ কিছু না রাখায় তারা ওই উইল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে। বিশেষ করে যেভাবে ওই উইলে নন্দার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও বিজনেস পার্টনারকে উইলমাফিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
নন্দার পরিবার বলতে দুই ভাই সুভাষ কর্নাটকি ও জয়প্রকাশ কর্নাটকি, এক মৃত ভাইয়ের ছেলেমেয়ে ও তিন মৃত বোনের পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই সিএ ও বিজনেস পার্টনার উইলের কপি তাঁদের দিতে অস্বীকার করেছেন, ট্রাস্টের সঙ্গে বোঝাপড়ার ডিডও দিতে চাইছেন না।
কিন্তু সংশ্লিষ্ট সিএ ও বিজনেস পার্টনারের দাবি, নন্দা তাঁর আত্মীয়স্বজনের ব্যবহারে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তিনি সব সময় তাঁদের পাশে দাঁড়ানোর পরেও নিজের সংকটে তাঁদের পাশে না পেয়ে আত্মীয়দের ওপর থেকে মন উঠে যায় তাঁর।
প্রয়াত অভিনেত্রী নন্দার উইলকে ‘জাল’ আখ্যা দিল পরিবার, আবেদন বম্বে হাইকোর্টে
ABP Ananda, Web Desk
Updated at:
26 Nov 2016 12:24 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -