ইন্টারনেটে ঝড় তুলেছে হনি সিংহের নতুন গান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2018 12:15 PM (IST)
মুম্বই: র্যাপার হনি সিংহ ফের ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে তাঁর পরপর দুটি গান ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। হনির এই নতুন ভিডিও সঙ 'সোনু কি টিটু কা সুইটি' সিনেমার। এই গানের টাইটেল 'ছোটে ছোটে পেগ'। মাত্র দুদিনেই সুপারহিট এই পার্টি নম্বর। ইউটিউবে ইতিমধ্যেই গানটি দেখেছেন প্রায় এক কোটির বেশি দর্শক। গানটি হনস রাজ হনসের 'চল কুড়িয়ে নি চল হো তইয়ার' সিনেমার গানের রিমেক।ওই গানটি গেয়েছেন নেহা কক্কড় ও নবরাজ হন্স। সেই গানটিই র্যাপ করেছেন হনি। এই গানের ভিডিওতে 'সোনু কি টিটু কা সুইটি'-র প্রধান অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী নুসরত ভারুচা এবং হনিকে নিয়ে শ্যুট করা হয়েছে। ভিডিওতে দারুণ লাস্যময়ী দেখিয়েছে নুসরতকে। এই তিনজনকে এর আগে প্যায়ার কা পঞ্চনামা সিনেমাতেও দেখা গিয়েছে। সিনেমা রিলিজের আগেই গানটি হিট হয়ে গিয়েছে। এর আগে এই সিনেমারই 'দিল চোরি' গানটিও হিট হয়েছে।