কলকাতা: বেশ কিছুদিন ধরে নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আগে অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়। নুসরতের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেই আঙুল ওঠে যশের দিকে। যদিও পরবর্তীকালে নুসরত জাহান তাঁর সন্তানের বাবা হিসেবে যশ দাশগুপ্তকে পরিচয় দিয়েছেন। নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ার পর ফের গত কয়েকদিন আগে আগামী ছবি 'চিনে বাদাম'কে কেন্দ্র করে তিনি চর্চায় আসেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দেন যে তিনি 'চিনে বাদাম'-এর পরবর্তী সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে কাকে 'মিথ্যে বলে পালাতেই পারো' বললেন যশ?
যশ দাশগুপ্তর ইঙ্গিতপূর্ণ পোস্ট-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত নিজের দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অভিনেতাকে কালো সাদা পোশাকে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'তুমি মিথ্যে বলে পালাতেই পারো। কিন্তু তুমি নিজেকে সত্যির থেকে আড়াল করতে পারবে না। আমি তোমাকে ঠিক ধরে ফেলব। শুধু সেটার জন্য অপেক্ষা করো।' যশের এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে, তা তিনি নিজের পোস্টে উল্লেখ করেননি। বরং তাঁর পোস্ট দেখে অনুমান করা যাচ্ছে, 'চিনে বাদাম' সংক্রান্ত সমস্যা নিয়ে এনা সাহার বক্তব্যের পর কি তাহলে এবার তাঁকেই বিঁধলেন যশ?
আরও পড়ুন - Asha Bhosle: দিদিকে নিয়ে স্মৃতিচারণা আশার, চোখ ভিজল নেট পাড়ার
প্রসঙ্গত, কয়েকদিন আগে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।' সূত্রের খবর, বিভিন্ন ব্যাপারে প্রযোজকদের সঙ্গে মতভেদ দেখা যাচ্ছিল যশের। ছবির প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাদের। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ।