নয়াদিল্লি: 'বিগ বস ১৩'-এর (Bigg Boss 13) বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় গোটা অভিনয় দুনিয়া। গতকাল, অর্থাৎ ১২ ডিসেম্বর তাঁর ৪১ তম জন্মদিন ছিল। সোশ্যাল মিডিয়া ভাসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে। এদিন 'বিগ বস ১৫'-এর (Bigg Boss 15) গোটা টিম ও বলিউড তারকা সলমন খান (Salman Khan) তাঁদের 'সানডে উইকেন্ড কা ওয়ার' পর্বটি প্রয়াত অভিনেতাকে উৎসর্গ করেন। 'বিগ বস' অনুষ্ঠানের মাধ্যমেই জনসাধারণের আরও কাছের হয়ে ওঠেন সিদ্ধার্থ শুক্ল। 


সিদ্ধার্থের জন্মদিনে তাঁর কথা স্মরণ করে সলমন বলেন তাঁর স্থান 'অপরিবর্তনীয়' (irreplaceable)। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, 'আজ একজন বিগ বস বিজয়ীর জন্মদিন, যিনি আর আমাদের মাঝখানে নেই। আমরা আজকের এই পর্বটা তোমাকে উৎসর্গ করলাম। অপরিবর্তনীয় সিদ্ধার্থ শুক্ল। তুমি খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে বন্ধু। আজকের বিশেষ দিনে তোমাকে মিস করছি, তোমাকে শুভেচ্ছাও জানাচ্ছি।'


কালার্স টিভির (Colors TV) অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'আমাদের খুব তাড়াতাড়ি বিদায় জানালেন, আমরা এই পর্বটি এক এবং অদ্বিতীয় সিদ্ধার্থ শুক্লকে উৎসর্গ করলাম।'


 






প্রোমোর কমেন্ট বক্সে অনুরাগীরা ভাসায় শুভেচ্ছায়। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 'দিল সে দিল তক' অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। 


আরও পড়ুন: Sidharth Shukla Birth Anniversary: আগলে রাখো আমাকে, জন্মদিনে সিদ্ধার্থের ছবি পোস্ট করে কি এমনই বার্তা দিলেন শেহনাজ