কলকাতা: "দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স" তথ্য়চিত্রের জন্য় অস্কার জন্য় জিতে সিনেমহলে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক গুণীত মঙ্গা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, "প্রতিটি চলচ্চিত্রের নিজস্বতা আছে। পরিচালকেরা পুরস্কারের জন্য ছবি তৈরি করেন না, ভাল গল্প বলাই পরিচালকের একমাত্র উদ্দেশ্য় হয়ে থাকে।"


তিনি আরও বলেন, আপনি যে গল্প বলতে চাইবেন, সেটি সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান থাকতে হবে। প্রতিদিন সেই গল্পকে ভালবাসতে হবে। একটি ভাল গল্প দর্শকের সামনে তুলে ধরার জন্য় তিন থেকে চার বছরের কঠিন পরিশ্রম লাগে।'


আরও পড়ুন...


Weight Loss: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে


প্রসঙ্গত, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট (Documentary Short Film) বিভাগে অস্কার পেয়েছিল ভারতীয় ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। সেই খুশিকে দ্বিগুন করে গুণীত মোঙ্গা (Guneet Monga) ও পরিচালক (Director) কার্তিকি গঞ্জালভেসের (Kartiki Gonsalves) সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


কী ছিল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' -এর গল্প?


'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এক স্থানীয় দম্পতি, বোমান ও বেলির গল্প বলে। যাঁরা পেশায় মাহুত বা 'এলিফ্যান্ট হুইস্পারার্স'। রঘু নামের এক অনাথ হস্তিশাবককে দায়িত্ব নিয়ে বড় করে তোলার গল্প দেখা যায় এই ছবিতে। অস্কার জিতলেও এখনও নিজেদের কাজে, নিষ্ঠায় অচল তাঁরা। সম্প্রতি এক ছবি পোস্ট করে পরিচালক জানান যে তাঁদের দায়িত্বে এখন নতুন হস্তি শাবক এসেছে। তামিলনাড়ুর বন দফতর উদ্ধার করেছে একটি ৪ মাসের হস্তিশাবককে। অনেক চেষ্টা করেও তাকে দলে ফেরাতে পারেননি বন দফতরের কর্মীরা। আর তাই সেই হস্তিশাবকদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে ওই মাহুত দম্পতির ওপর। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের গল্প এটি। তথ্যচিত্রে প্রকৃতির সঙ্গে মানুষ ও পশুপাখির স্বাভাবিক মেলবন্ধনের কথাও তুলে ধরা হয়েছে। 


আরও পড়ুন...


Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?


এই ছবিটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ (Netflix) দেখতে পাওয়া যাচ্ছে। ৮ ডিসেম্বর ২০২২ সালে নেটফ্লিক্সেই মুক্তি পায় ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ছাড়াও এই ছবি নিউ ইয়র্কের বার্ষিক ডক্যুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল 'ডক এনওয়াইসি'তে শর্টলিস্টেড হয়েছিল। 'মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর 'হলিউড মিউজিক'-এ এই ছবির আবহ মনোনীত হয়েছিল। এছাড়া 'আইডিএ ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস'-এ 'বেস্ট শর্ট ডকুমেন্টারি' বিভাগে মনোনয়ন পায় এই ছবি।