মুম্বই: প্রথম ছবি ওরু আদার লাভ এখনও মুক্তি পায়নি। অথচ গানের ট্রেলারে চোখ টেপার সৌজন্যে রাতারাতি সুপারস্টার বনে গিয়েছেন ১৮ বছরের কলেজ ছাত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। জনপ্রিয়তা এতটাই যে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টের জন্য তিনি নিচ্ছেন ৮ লাখ টাকা!
প্রিয়াকে ইনস্টাগ্রামে ফলো করেন ৫০ লাখের বেশি মানুষ। সংখ্যাটা রোজ বাড়ছে। একদিনে তাঁর ফলোয়ার হন ৬ লক্ষ মানুষ, কাইলি জেনার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সংখ্যাটা বিশ্বে তৃতীয়। তাঁর প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টে লাখো লাখো লাইক পড়ছে, বইছে মন্তব্যের ঝড়। ইতিমধ্যেই দুটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার পেয়ে গিয়েছেন তিনি।
দেখুন তাঁর কিছু ইনস্টাগ্রাম পোস্ট
[embed]https://www.instagram.com/p/Bf-w1kWDLha/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/Bfz6IuKjyv9/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BfxS2PpjjwK/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BfQK-eZja24/?utm_source=ig_embed[/embed]
প্রথমে ওরু আদার লাভে প্রিয়ার ভূমিকা এমন কিছু ছিল না। চরিত্র ছিল ছোট। কিন্তু তিনি আচমকা সেলিব্রিটি হয়ে যাওয়ায় নির্মাতারা তাঁর চরিত্রকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নতুন করে তৈরি করেছেন।
ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য প্রিয়া প্রকাশ কত টাকা নিচ্ছেন জানেন? ৮ লাখ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 07:46 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -