মুম্বই: অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে এক সময় ইন্ডাস্ট্রিতে তাঁর বহু সহকর্মীরাই বলেছিলেন, তাঁর মা পাগল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থা একদম শুরুতে একটি ভোজপুরি ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাঁদের এই সিদ্ধান্তের জেরেই প্রিয়ঙ্কা এবং তাঁর মাকে এভাবে খুলমখুল্লা কটাক্ষ করে ইন্ড্রাস্টির বহুলোক।
২০১৫ সালে পার্পেল পেবেল পিকচার্স নামের নিজের প্রযোজনা সংস্থা শুরু করেন প্রিয়ঙ্কা। ২০১৬ সালে ওই প্রডাকশন হাউসের ব্যানারে মুক্তি পায় বাম বাম বোল রাহা হ্যায় কাশি নামের ভোজপুরি ছবি। প্রসঙ্গত, ছবিটি যখন মুক্তির জন্যে প্রস্তুত, তখন প্রিয়ঙ্কাকে তাঁর মুম্বইয়ের বহু সহকর্মীই বলেছিলেন, এটা মোটেই অভিনেত্রীর ব্র্যান্ড ইমেজের সঙ্গে যায় না। তাঁর মা পাগল হয়ে গিয়েছেন, আর সেই পরামর্শে তিনি এই কাজ করছেন। কিন্তু প্রিয়ঙ্কা এই ছবিটি প্রযোজনা করেছিলেন, কারণ তাঁর মনে হয়েছিল শুধু হিন্দি নয়, ভারতের সমস্ত ভাষার ছবিকেই সমান প্রাধান্য দেওয়া উচিত। তাই তাঁর এই প্রচেষ্টা ছিল। বিভিন্ন প্রাদেশিক ছবি প্রচার এবং ডিস্ট্রিবিউশনের অভাবে সঠিক ভাবে দর্শকের নজরে আসে না বলে মন্তব্য করেন প্রিয়ঙ্কা। তাঁর প্রযোজনা সংস্থার আজ তিন বছর। এই কয়েক বছরে তাঁরা নটি ছবি প্রযোজনা করেছেন। তারমধ্যে রয়েছে অসমি, মারাঠি, পঞ্জাবি, সিকিমি।
তোমার মা পাগল হয়ে গিয়েছে, প্রিয়ঙ্কা চোপড়াকে বলেছিলেন তাঁর মুম্বইয়ের সহকর্মীরা! কী কারণে বলা হয়েছিল একথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 10:35 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -