নয়াদিল্লি: মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম (YouTuber Bhuvan Bam)। নিজের চ্যানেলের একটি ভিডিওতে ‘পাহাদি মহিলা’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ভুবন। এরপরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)।


মহিলাদের নিয়ে ঠিক কী মন্তব্য?


গাড়ি সংক্রান্ত একটি ভিডিও বানাতে গিয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করনে ভুবন। এরপরেই ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ। রাগ এমনই যে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)। এরপর ট্যুইট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন ভুবন। জাতীয় মহিলা কমিশনের ট্যুইটের উত্তরে তিনি ক্ষমা চান। 


ট্যুইট করে ভুবন লিখেছেন, 'আমি জানি আমার একটি ভিডিওর একটি অংশ কিছু লোককে আঘাত করেছে। আমি সেই অংশটি এডিট করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। যাঁরা আমাকে চেনেন, আশা করি তাঁরা জানেন যে আমি নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। যাঁদের অনুভূতিতেআমি না বুঝে আঘাত করে ফেলেছি তাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার ইউটিউব চ্যানেলের যাতে এই অংশটি না থাকে তার ব্যবস্থা করেছি।' ট্যুইটে ভুবন ট্যাগ করেছেন জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)-কে। 


আরও পড়ুন: SVF Music Video: মিউজিক ভিডিওয়ে সমকামী প্রেমের গল্প, মুক্তি পেল 'ঠিক যেন লাভ স্টোরি ২.০'


করোনা পরিস্থিতিতে নিজের বাবা, মাকে হারিয়েছিলেন ভুবন। সেসময়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ভুবন বাম। সেখানে দেখা যাচ্ছে মা পদ্মা বাম এবং বাবা অবনীন্দ্র বামের মাঝখানে বসে রয়েছেন তিনি। সবার মুখেই খুশির ছাপ। কিন্তু ক্যাপশান জুড়ে থাকল কেবল প্রিয়জনকে হারানোর বেদনা। ভুবন লিখছেন, 'জীবনের দুটি স্তম্ভকে আজ হারালাম। মা আর বাবাকে ছাড়া কোনও কিছুই আর আগের মত হবে না। এক মাসে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেল। বাড়িঘর, স্বপ্ন, সব কিছুই। মা আমার পাশে নেই। বাবা আমার সঙ্গে নেই। আমায় আবার নতুন করে বাঁচতে শিখতে হবে। কিন্তু সেটা করতে আর ইচ্ছা করছে না।'


ভুবন আরও লিখছেন, ‘আমি কি একজন ভাল সন্তান হতে পেরেছি? ওঁদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা কি আমি করেছি? এই প্রশ্নগুলো নিয়েই আমাকে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। ওঁদের খুব তাড়াতাড়ি আবার দেখতে চাই আমি। আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে।’


ভুবনের এই পোস্টে গিয়ে রাজকুমার রাও, তাহিরা কশ্যপ, কার্তিক আরিয়ান এবং বরুণ ধবনের মতো তারকারা শোকপ্রকাশ করেছেন। সান্তনা দিয়েছেন তাঁকে। নেটাগরিকদের একাংশও তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।