নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে আপাত স্বস্তি পেলেন রণবীর এলাহাবাদিয়া। ‘বাবা-মায়ের যৌনতা ’ নিয়ে ইউটিউবারের মন্তব্য নিয়ে ঝড় ওঠে। পডকাস্টার রণবীরের মন্তব্যে (Ranveer Allahbadia) তোলপাড় দেশ। রাজ্যে রাজ্যে একের পর এক এফাইআর হয়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষমা চেয়েও রেহাই পাননি রণবীর। অবশেষে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) শরণাপন্ন হন রণবীর। বিয়ার বাইসেপসের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্ট অবশেষে কিছুটা স্বস্তি দিল রণবীরকে। আদালত জানিয়েছে এই বিষয়ে তার বিরুদ্ধে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না।
সেই সঙ্গে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। তিনি বলেন, এই ধরনের আচরণের নিন্দা করা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ এই পডকাস্টারের মনে খুব নোংরা কিছু জমা হয়ে ছিল, যা তিনি শো-তে গিয়ে উগরে দিয়েছেন। বিচারপতি কান্ত আরো বলেন, এই মন্তব্য বিকৃত মনেরই প্রতিফলন। সুপ্রিম কোর্ট আপাতত রণবীর এলাহাবাদিয়াকে আর কোনও ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে নিষেধ করেছে।
YouTuber Ranveer Allahbadia কে বিচারক ভর্ৎসনা করে বলেন, এই ধরনের আচরণের নিন্দা হওয়া উচিত। আদালতের প্রশ্ন'শুধুমাত্র জনপ্রিয় বলেই সমাজকে হালকাভাবে নিতে পারেন না।' আদালতের প্রশ্ন, পৃথিবীতে কি এমন কেউ আছেন, যিনি এই ভাষা পছন্দ করবেন? তার মনে খুব নোংরা কিছু আছে যা বমি করেছেন তিনি। আমরা কেন তাকে রক্ষা করব? রণবীর অভিযোগ করেছিলেন, এই ঘটনায় তিনি ক্ষমা চেয়ে নিলেও তাঁকে ও তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি পেতে হচ্ছে। এই বিষয়ে আদালত জানায়, 'আপনি যদি এই ধরনের কথা বলে সস্তা প্রচার অর্জনের চেষ্টা করতে পারেন, তাহলে অন্যরাও হুমকি দিয়ে সস্তার প্রচার পেতে চাইতে পারেন'। আদালত তার পর্যবেক্ষণে জানায়, 'আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন তা মেয়ে , বোন, বাবা-মা এমনকি সমাজকেও লজ্জিত করবে। এটি বিকৃত মনের পরিচয় দেয়। যদি এটি অশ্লীলতা না হয়, তাহলে এটি কী?
রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেও বেশ কিছু ক্ষেত্রে রণবীরকে স্বস্তি দিয়েছেন বিচারক। যেমন, এখন এই সংক্রান্ত কোনও অভিযোগের ভিত্তিকে রণবীরকে গ্রেফতার করা যাবে না। এই বিষয়ে রণবীরের বিরুদ্ধে নতুন করে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না।