মুম্বই: যশরাজ ফিল্মস এবার প্রমোট করছে রাজ কপূরের মেয়ে রীমা জৈনের ছোট ছেলে আদার জৈনকে। যশরাজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল আদার ও তাঁর নায়িকা, নবাগতা আন্যা সিংহের একাধিক পোস্টার লঞ্চ করেছে।

আদার যথেষ্ট উচ্চ ঘর, কপূর ফ্যামিলির বংশধর। করিনা কপূর ও রণবীর কপূরের ভাই। কাকা ঋষি, রণধীর, রাজীব কপূর, ঠাকুর্দা খোদ রাজ কপূর। অন্য ঠাকুর্দারা হলেন শাম্মি ও শশী। দাদা আরমানও সিনেমা করেন। পেডিগ্রির হিসেবেই আদারের সিনেমায় নামা অবশ্যম্ভাবী ছিল, তিনি ঠিক সেটাই করছেন।

কিন্তু মুশকিলটা বাধিয়েছেন আদার নিজেই। টি শার্টে বিশাল এক রাজ কপূরের ছবি দিয়ে। টুইটারে ফের শুরু হয়ে যায় কুখ্যাত স্বজনপোষণ বা নেপোটিজম বিতর্ক যা প্রথম প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াত কফি উইথ কর্ণ অনুষ্ঠানে।



কর্ণও টুইট করে আদারকে স্বাগত জানান।



আর তারপর টুইটারের প্রতিক্রিয়া। দেখুন।