ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jun 2016 11:02 AM (IST)
নয়াদিল্লি: গত বছরই যুবরাজ সিংহ এবং বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু এখন এই জুটি কী করছেন? জানা গেছে, এই প্রেমিক যুগল ছুটি কাটালেন। প্রমোদ তরণীতে বিলাস ভ্রমণে দেখা গেল তাঁদের। নিজেদের এই অবসর বিনোদন সম্পর্কে জানিয়েছেন স্বয়ং যুবরাজ। সম্প্রতি ইন্স্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যুবরাজ।ওই ছবিতে যুবিকে মোটরবোটে চেপে প্রমোদ ভ্রমণ করতে দেখা যাচ্ছে। যদিও ছবিতে যুবি একা। কিন্তু সেখানে তাঁর বাগদত্তা হ্যাজেলও ছিলেন। ছবিতে হ্যাজেলকে দেখা না গেলেও যুবির স্নানগ্লাসে দেখা গেল তাঁর প্রেমিকার প্রতিবিম্ব। জানা গেছে, চলতি বছরের শেষের দিকেই বিয়ে করতে চলেছেন যুবি ও হ্যাজেল।