মুম্বই: নিষিদ্ধ ড্রাগ নিতেন ক্রিকেটার যুবরাজ সিংহ! নিয়মিত নাকি সেবন করতেন মারিজুয়ানা! এমনটাই অভিযোগ করেছেন ‘বিগ বস সিজন ১০’-এ যোগ দেওয়া আকাঙ্খা শর্মা। ওই শো থেকে সদ্য বাদ পড়েছেন আকাঙ্খা। তারপরেই এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, যুবরাজ নেশাভাং করতেন।

আকাঙ্খার অভিযোগ সত্যি মিথ্যে যাই হোক, এ নিয়ে কথা বলার ধক আছে তাঁর। যুবরাজের ছোট ভাই জোরাবরকে অল্প ক’দিনের জন্য বিয়ে করেন তিনি। তখন কাছ থেকে দেখেন ভারতীয় দলের এক সময়ের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে। যুবরাজ নিজেই নাকি তাঁকে বলেন, তিনি নেশা করতে অভ্যস্ত।

যুবরাজের মা শবনম কিছুদিন আগে আকাঙ্খাকে গালমন্দ করেছিলেন। সে ব্যাপারে সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে আকাঙ্খা বলেন, নেশা তাঁর প্রাক্তন স্বামীর পরিবারও করে থাকে। তবে তিনি নেশাভাং করতেন তাঁর স্বামীর সঙ্গে, ব্যাপারটা বাইরে পাঁচকান হত না। যুবরাজও নেশা করতেন, নিজের মুখে নাকি আকাঙ্খাকে বলেন সে কথা। তাঁর কথায়, ‘ইন্ডাস্ট্রি’-তে এটা খুবই স্বাভাবিক।

তবে তাঁর বিয়েটা শুধু কাগজে কলমে ছিল বলে দাবি করেছেন আকাঙ্খা। স্বামীর সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নাকি ছিল না। একইসঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার জন্য ঘুরিয়ে শাশুড়িকে দায়ী করেছেন তিনি। যুবরাজ-জোরাবরের মা শবনমের জন্যই বিয়েটা টেকেনি বলে তাঁর অভিযোগ।

শবনম অবশ্য বলেছেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তারপরেও এ নিয়ে মুখ খুলে শবনম আদালতের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।