কলকাতা: সদ্য বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল৷বাগদানের কথা জানিয়েছিলেন চাহাল নিজেই সোশ্যাল মিডিয়ায় হবু স্ত্রী ধনশ্রীর সঙ্গে ছবি শেয়ার করে৷ তারপর বিয়ের আসরের একাধিক ছবিও শেয়ার করেছেন।


এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন । ভিডিয়োতে তিনি তুমুল নেচেছেন অত্যন্ত জনপ্রিয় পার্টি সং ‘দারু বদনাম করতি’-র সঙ্গে। এই ভিডিও শেয়ার করে ধনশ্রী লিখেছিলেন, “এটা আমার খুব পছন্দের একটি গান।আমার পুরনো নাচের ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম।’ ধনশ্রীর নাচ দেখে সকলেই প্রশংসা করেছেন তাঁর। ইতিমধ্যে কয়েক লক্ষ ভিউ পেয়েছে এই ভিডিও।

ধনশ্রী বর্মার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই জানা যাচ্ছে তিনি পেশায় চিকিৎসক এবং তিনি একজন পেশাদার কোরিওগ্রাফারও৷ ধনশ্রী একজন জনপ্রিয় ইউটিউবারও৷যুজবেন্দ্র-ও পার্টি অ্যানিমেল। এমন নৃত্য পটিয়সী স্ত্রী তাঁর নিশ্চয়ই পছন্দ হয়েছে। তেমন মন্তব্যও করেছেন অনেকে। চাহলের বিয়ে নিয়ে কিছু দিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে। সতীর্থ ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আবার সোশ্যাল মিডিয়ায় তো বিয়ের আসরেই নতুন দম্পতির সঙ্গে সেজেগুজে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকে। যুজবেন্দ্র-র বিয়েতে এনজয় করেছেন সকলে খুব। অনেক ছবিও শেয়ার করেছেন।