মুম্বই: ঠিক এক মাস! গত ২৩ জুন প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)। এরপর ইন্ডাস্ট্রির সকল তারকাদের নিয়ে রিসেপশন পার্টির আয়োজনও করা হয়েছিল। তবে এই বিয়ের আগে জলঘোলা নেহাত কম হয়নি। সম্প্রতি Galatte India-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির জানান যে প্রথম প্রথম তিনি সোনাক্ষীকে নিয়ে পালিয়ে (elope) যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কেন?
সোনাক্ষীকে নিয়ে দেশের বাইরে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন জাহির, কেন?
দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে সেরেছেন সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহির জানিয়েছেন যে সোনাক্ষীকে নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই ধরনের বিয়ে ভারতে আইনি স্বীকৃতি পাবে না। ফলে সেই পরিকল্পনায় জল ঢালেন নিজেই। অন্যদিকে সোনাক্ষী চিরকালই ঘনিষ্ঠ, পরিজনদের নিয়েই বিয়ে করতে চেয়েছিলেন।
বিয়ের প্রসঙ্গে জাহির বলেন, 'আমি পালাতে চেয়েছিলাম... দেশ ছেড়ে বেরিয়ে গিয়ে, কোথাও একটা গিয়ে, বিয়ে সেরে ফিরে আসতাম। কিন্তু তারপর জানলাম এই ধরনের বিয়ে ভারতে স্বীকৃত নয়... মানে আপনি লাস ভেগাস গিয়ে বিয়ে করে এলেই সেটা চলবে না।' এই কথার উত্তরে সোনাক্ষী বলেন, 'সেই কারণে ওই পরিকল্পনা বাতিল করা হয়। এবং আমি চিরকালই খুব ঘনিষ্ঠ মহলে বিয়ে করতে চেয়েছিলাম। এবং ও (জাহির) সবেতেই খুশি যতক্ষণ ওঁর জীবনের জরুরি মানুষগুলো সেখানে উপস্থিত রয়েছেন, যাঁরা অবশ্যই আমাদের বন্ধুবান্ধব ও পরিবার যাঁরা সই করার সময় উপস্থিত ছিলেন।'
প্রথমবার ভালবাসার উপলব্ধি হয়েছিল যে দিনে, সেই দিনেই বিয়ে সারেন তারকা যুগল (Sonakshi Sinha Zaheer Iqbal Marriage)। ২৩ জুন, চারহাত এক হয় বলিউড তারকা সোনাক্ষী সিনহা, জাহির ইকবালের। ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের সদস্য তাঁরা। কোনও একটি ধর্মের রীতি অনুসরণ না করে, আইনি পথে বিয়ে সারেন তাঁরা। পরিবার এবং পরিজনদের সাক্ষী রেখে রেজিস্ট্রি বিয়ে করেন। আজ, বিয়ের এক মাস পূর্তিতে একগুচ্ছ ছবি পোস্ট করে জাহিরের কাছে ভালবাসার প্রকাশ করেন সোনাক্ষী।
আরও পড়ুন: Kiran Rao: বক্স অফিসে 'অসফল'! 'লাপতা লেডিজ' ছবির ব্যর্থতার জন্য কাকে দায়ী করেন কিরণ রাও?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।