মুম্বই: দঙ্গল অভিনেত্রী জায়রা ওয়াসিম অভিযোগ করেছিলেন, উড়ানে তাঁর শ্লীলতাহানি ঘটেছে। অভিযুক্ত জেলও খাটছেন। কিন্তু এবার ওই উড়ানের এক সহযাত্রী দাবি করলেন, শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি, জায়রার অভিযোগ ভিত্তিহীন।


উড়ানে যা ঘটেছিল, তার দুটি ব্যাখ্যা এখনও পর্যন্ত ছিল। একটি জায়রার, তিনি দাবি করেন, তাঁর শ্লীলতাহানি হয়েছে। অন্যটি অভিযুক্তের স্ত্রীর, তাঁর দাবি ছিল, স্বামী ঘুমন্ত ছিলেন, যদি অভিনেত্রীর গায়ে তাঁর পা ঠেকেও যায়, তা নেহাত দুর্ঘটনা।

আর এবার তৃতীয় ব্যক্তির প্রবেশ। ওই বিমানেই ছিলেন এমন একজন বলেছেন, অভিযুক্ত বিকাশ সচদেব সত্যিই পুরো উড়ানে ঘুমিয়ে ছিলেন। ওই একই শ্রেণিতে ছিলেন তিনিও। অভিযুক্ত ঘুমন্ত অবস্থায় তাঁর পা তুলে জায়রার আসনের হাতলে রেখেছিলেন, এর বেশি কিছু করেননি। দিল্লি থেকে বিমান ছাড়ার পরেই ঘুমিয়ে পড়েন তিনি। সহর পুলিশ স্টেশনে এই লিখিত বিবৃতি দিয়েছেন তিনি।

ওই যাত্রী বলেছেন, বিকাশের ভুল ছিল অন্যের আসনের হাতলে পা তুলে দেওয়া, সেটা অবশ্যই ঠিক নয়। কিন্তু কোনও অসদাচারণ করেননি তিনি। বিমান মুম্বই বিমানবন্দরে পৌঁছলে জায়রা তাঁর ওপর চিৎকার করেন, তিনি ক্ষমাও চেয়ে নেন। বিষয়টা সেখানেই মিটে যায়।

জায়রার অভিযোগ ছিল, বিকাশ সচদেব তাঁর চেয়ারের হাতলে পা রাখা ছাড়াও সারাক্ষণ তাঁর পিঠে হাত দিচ্ছিলেন। মুম্বইয়ে বিমান নামলে ইনস্টাগ্রামে তিনি এ ব্যাপারে অভিযোগ করে কান্নাকাটি করেন। তবে বিকাশের স্ত্রীর দাবি, কাকার মৃত্যুর খবর পেয়ে তাড়াহুড়ো করে দিল্লি গিয়েছিলেন তাঁর স্বামী, অত্যন্ত ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন।