মুম্বই:  রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া সরব জায়রা ওয়াসিমকে বিমানে শ্লীলতাহানির ঘটনায়। অভিনেত্রী যেভাবে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ইন্সটাগ্রামের লাইভ ভিডিওয়ে, সেটা দেখে বহু নেটিজেনই স্তম্ভিত।

প্রসঙ্গত, গতরাতে দিল্লি থেকে মুম্বই আসার পথে এয়ার ভিস্তারার বিমানে অভিনেত্রীর পিছনে বসে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁকে উত্যক্ত করে। সেই সময় তাঁকে সাহায্য করতে বিমানের কোনও কর্মীই এগিয়ে আসেননি বলেও, ইন্সটাগ্রামে লাইভ ভিডিওয়ে জানান জায়রা।

রবিবার সকালে ইন্সটাগ্রাম ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই জায়রার পাশে দাঁড়িয়ে সমালোচনায় সরব নেটিজেনরা। বিমানসংস্থার নিন্দাতেও বহু নেটিজেন তাঁদের টুইটার হ্যান্ডেলে সরব হয়েছেন। কারণ, অভিনেত্রীর দাবি, বিমানে ক্রিউ সদস্যদের সাহায্য চেয়েও তিনি সেসময় পাননি।

জায়রা পুরো লাইভ ভিডিওয়ে তাঁর সঙ্গে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনার কথা শেয়ার করেছেন। এরপরই এক টুইটারাইট টুইট করেন, যে বিমানযাত্রী সঠিকভাবে জানে না কীভাবে শালীনতা বজায় রেখে বিমানে বসতে হয়, সে আসলে মানুষ নয় পশু। বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠেছে পশু।

 


 



 


এভাবে প্রকাশ্যে জায়রা নিজের সঙ্গে ঘটা গোটা ঘটনার কথা জানানোয় তাঁর সাহসিকতাকে কুর্ণিশও জানিয়েছেন বহু টুইটারাইটরা। তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেইসমস্ত নেটিজেনরা।

 



 


 



 


ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লা, যিনিও জায়রার রাজ্য জম্মু কাশ্মীরের বাসিন্দা, তিনিও টুইট করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।






তবে শুধু পাশে থাকার আশ্বাস নয়, নেটিজেনরা টুইট করে জানতেও চেয়েছেন, এবিষয়ে বিমানসংস্থার তদন্ত কতদূর এগিয়েছে। এর জবাবে এয়ার ভিস্তারার তরফে জানানো হয়, এধরনের ঘটনা তারা কোনও অবস্থাতেই বরদাস্ত করবে না। তদন্ত চলছে। কড়া পদক্ষেপই নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।