কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করবেন বলে নাকি নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা। আর তারপরে, বলিউডের এই নায়িকা নাকি নিজেই গরহাজির ছিলেন অনুষ্ঠানে। এমনকি ফেরত দেননি টাকাও! ২০১৮ সালের এই ঘটনায় বলি অভিনেত্রী জ়ারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় সোমবার শিয়ালদা কোর্টে জামিন নিলেন জ়ারিন খান।
আজ ৩০ হাজার টাকার বন্ডে শিয়ালদা কোর্টে এসে জামিন নেন জ়ারিন। তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর নামে ছিল অ্যারেস্ট ওয়ারেন্টও। সেই ওয়ারেন্টের বিরুদ্ধে আজ কোর্টে এসে জামিন নিলেন অভিনেত্রী জ়ারিন খান। বন্ডে জামিন মঞ্জুর হয়েছে তাঁর। তবে, বিদেশে যেতে হলে অনুমতি নিতে হবে জ়ারিন খানকে, এমনটাই শিয়ালদা কোর্টের নির্দেশ।
ঘটনাটি বিস্তারিত জানতে হলে ফিরে দেখতে হবে ২০১৮ সালের কালীপুজোর সময়কার একটি ঘটনা। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সাড়ে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও, কলকাতা ও উত্তর ২৪ পরগনার কালীপুজোর ৬টি অনুষ্ঠানে হাজির হননি তিনি। টাকা ফেরতও দেননি।অভিনেত্রীকে একটি প্রচারমূলক ভিডিও-তে বলতে শোনা যায়, 'নমস্তে, ম্যায় হুঁ জ়ারিন খান। ‘ম্যায় আ রহি হুঁ, আপকে শহর কলকাতা ৫ নভেম্বর কালীপুজো কি প্যান্ডালও মে।' কিন্তু তিনি কথা রাখেননি।
ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর মালিক বিশাল গুপ্ত যে অভিযোগ এনেছিন অভিনেত্রীর নামে, তা এককথায় চাঞ্চল্যকর। তাঁর নাকি সকাল সাড়ে ৬টায় ফ্লাইট ছিল। কিন্তু তিনি তা মিস করেন। এরপর ওই সংস্থাকে দিয়ে একাধিকবার তিনি প্লেনের টিকিট বুক করান। বিশাল গুপ্তর অভিযোগ, সে সময় ১ লাখ ৮০ হাজার করে টিকিট। ৫ বার বুক করান চারজনের জন্য। তাতে ৪২ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এছাড়াও সাড়ে ১২ লক্ষ টাকা জারিন নিয়েছিলেন অ্যাপিয়ারেন্সের জন্য।' কিন্তু তিনি আসেননি।
এই ঘটনার পরে বারে বারে অভিনেত্রীর টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও সহযোগিতা পাওয়া যায়নি। ফেরত আসেনি টাকাও। বাধ্য় হয়ে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলা এতদিন বিচারাধীন ছিল। সেই মামলাতেই সোমবার কলকাতায় এসে শিয়ালদা কোর্ট থেকে জামিন নিলেন জ়ারিন।
আরও পড়ুন: Google year in search 2023: চলতি বছরে দেশে 'Most Googled' তালিকায় শীর্ষে কিয়ারা, তালিকায় আর কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।