কলকাতা: বড়দিনের উপহার নিয়ে আসছে 'জি সিনেমা অরিজিন্যালস' (Zee Bangla Originals)। স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটইনমেন্ট পি এল টি ডি (SFEL) নির্মিত এবং জনপ্রিয় অভিনেতা সৌপ্তিকের পরিচালনায় প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি আসছে বড়দিনে। 'হরর কমেডি ঘরানার' এই ছবির নাম 'মনিহারা'।
আসছে নতুন গল্প। ছবির মূল গল্প, এক অতৃপ্ত আত্মা যে লড়াই চালিয়ে যাচ্ছে মেয়েদের আত্মসম্মান রক্ষা করতে। এটি এমনিতে মজার মোড়কে ভয়ের ছবি।
ছবির গল্প খানিক এরকম। তিনজলা গ্রামের মেয়ে মনিমালা। মাত্র ১৮ বছর বয়সে তাঁর প্রাণ যায়। পণের দাবিতে মেরে ফেলা হয় তাকে। তারপর থেকেই মনির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় ওই গ্রামে। সেই গ্রামের যে বিয়েতে পণ নেওয়া হয়, সেই বিয়ে থেকেই বরকে উধাও করে দেয় মনি। আতঙ্ক ছড়ায় গ্রামে। সেই গ্রামের সকলে মনিপেত্নীর ভয় ত্রস্ত।
আরও পড়ুন: Christmas 2021 Exclusive: ক্রিসমাস ইভে আমার বাড়িতে অবারিত দ্বার: অঞ্জন দত্ত
সেখানেই এক বিয়েবাড়িতে আগমন ঘটে সূর্যের। তার বন্ধু রনজয়ের বিয়েতে পণ দেওয়া নেওয়া হওয়ায় এই প্রথমবার সূর্য সম্মুখীন হয় এক ভৌতিক কাণ্ডের। স্বভাব বশত মনিপেত্নী তুলে নিয়ে যায় রনজয়কে। সূর্য তার বন্ধুকে বাঁচাতে শেষপর্যন্ত এসে পৌঁছয় এক জঙ্গলে যেখানে মনির বাস। এই প্রথমবার মুখোমুখি হয় মনিপেত্নি আর সূর্য। তারপরের গল্প জানা যাবে জি বাংলা সিনেমায়। ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ ডিসেম্বর, ঠিক রাত ৯টায়।
আরও পড়ুন: Kuler Achar: 'কুলের আচার' নিয়ে আসছেন বিক্রম-মধুমিতা, আপনি তৈরি তো?
ছবিতে মনিপেত্নীর চরিত্রে অভিনয় করবেন রণীতা দাশ। সূর্যের চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন গৌতম মুখোপাধ্য়ায়, অবন্তী দত্ত,অমিতাভ আচার্য্য, সোমা চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়, মিশর বোস, জিয়া সর্গেল, স্বাগতা দাস প্রমুখ। কাহিনি ও পরিচালনার দায়িত্বে সৌপ্তিক। পদ্মনাভ দাশগুপ্তের সংলাপ ও চিত্রনাট্য।