মুম্বই:  'জিরো' ছবির সেট থেকে বউয়ের সাজে ক্যাটরিনা কাইফের এই ছবি ভাইরাল হয়েছে। ক্যাট নিজেই ছবিটি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তবে সেই ছবি দেখে নস্ট্যালজিয়ায় আক্রান্ত নেটিজেনরা।

 

দেখুন ক্যাটের সেই ছবি।




সূত্রের খবর, ছবিতে ক্যাট এক অভিনেত্রী ভূমিকায় অভিনয় করছেন। যিনি মদ্যপানে আক্রান্ত। অভয় দেওল তাঁর প্রেমিকের চরিত্রে রয়েছেন। ছবিতে অভয় ক্যাটকে বিয়ের দিন সকালে ছেড়ে চলে যান। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। রয়েছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা। অনুষ্কা ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।