গোল্ড কোস্ট : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২১ তম কমনওয়েলথ গেমসের আজ সপ্তম দিন। ষষ্ঠ দিনে ভারত সে রকম সাফল্য পায়নি। শুধু একটি সোনা ও একটি ব্রোঞ্চ জিতেছিল।
এদিন ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন শ্যুটার ওম প্রকাশ মিথারওয়াল। ফাইনালে ২০১.১ স্কোর করেন। ২২৭.২ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেপাচোলি। ২২০.৫ স্কোর করে রূপো জিতেছেন বাংলাদেশের শাকিল আহমদ।
সোনার পদকের আশা জাগিয়ে মহিলাদের ৪৮ কেজি বিভাগে ফাইনালে পৌঁছলেন ভারতীয় বক্সার মেরি কম। সেমিফাইনালে শ্রীলঙ্কার অনুশা দিলরুকশকে হারিয়ে দেন মেরি কম।
হকিতে ভারতীয় দল তাদের পুল বি-র শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলে গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে পৌঁছবে ভারত। সেক্ষেত্রে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে এড়ানো যাবে।
অ্যাথলেটিক্সে তেজস্বিনী শঙ্কর ইতিহাস গড়া থেকে এক ধাপ দূরে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে হাই জাম্পে কমনওয়েলথ মেডেল জিততে পারেন। নজর থাকবে হিমা দাসের দিকও। ৪০০ মিটারের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে যোগত্য অর্জন করেছেন তিনি।
কমনওয়েলথ গেমস: ৫০ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ওম মিথারওয়াল, বক্সিংয়ের ফাইনালে মেরি কম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2018 09:31 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -