জোয়ার সঙ্গে রণবীরের বন্ধুত্ব বলিউডে সবারই জানা। তাঁরা একসঙ্গে ‘দিল ঢড়কনে দো’, ‘গালি বয়’ ছবিতে কাজ করেছেন। ফের তাঁদের বন্ধুত্বের পরিচয় পাওয়া গেল। জ্যাকলিন ফার্নান্ডেজ, ম্রুনাল ঠাকুর, দিনো মোরিয়া, তন্ময় ভট্টর মতো তারকারাও রণবীরের ছবিতে মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে খালি গায়ে ছবি পোস্ট রণবীর সিংহের, আচরণ ঠিক করো, মন্তব্য জোয়া আখতারের
Web Desk, ABP Ananda | 01 Aug 2019 02:18 PM (IST)
ইতিমধ্যেই ২৩ লক্ষ ৫১ হাজার ৪৩০ জন ছবিটি ‘লাইক’ করেছেন।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: অভিনেতা রণবীর সিংহ অদ্ভুত ডিজাইন ও বিভিন্ন রঙের পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর খালি গায়ে পোস্ট করা একটি ছবি নিয়ে জোর আলোচনা চলছে। ইনস্টাগ্রামে ওই ছবিটি পোস্ট করেছেন এই অভিনেতা। ইতিমধ্যেই ২৩ লক্ষ ৫১ হাজার ৪৩০ জন ছবিটি ‘লাইক’ করেছেন। চলচ্চিত্র পরিচালক জোয়া আখতার মন্তব্য করেছেন, ‘আচরণ ঠিক করো।’