কলকাতা: জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে আরও ঘনীভূত রহস্য। সিঙ্গাপুরে একটি শো করতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী। সেখানে গিয়ে, স্কুবা ডাইভিং করার সময়েই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় শিল্পীর। তবে তাঁর মৃত্যু নিয়ে বর্তমানে উঠে আসছে বিভিন্ন তথ্য অনেক জায়গার রিপোর্টে বলা হচ্ছে, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে নাকি মৃত্যু হয়েছে জুবিনের। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভ মোহান্তকে গ্রেফতার করে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা যাচ্ছে, ল্যাজারুস দ্বীপে গিয়েই জুবিনের এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর ব্যান্ডের এই দুই সদস্য জুবিনের সঙ্গে ওই পার্টিতে ছিলেন যেখানে জুবিনের দুর্ঘটনা ঘটে। এর আগেই, সিঙ্গাপুরে শিল্পীর মৃত্যুর ঘটনায় অসম পুলিশ তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। সুতরাং, জুবিনের মৃত্যুর ঘটনায়, এখনও পর্যন্ত মোট ৪ জনের পুলিশি হেফাজত হয়েছে। বুধবার দিল্লিতে দুজনকে গ্রেফতার করে গুয়াহাটিতে আনা হয়। অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-র স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন,দুই জনকেই আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে, তারপর থেকেই দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। বলেন,'তদন্ত চলছে, এবং আমি খুব বেশি বিস্তারিত জানাতে পারছি না। আমরা এখন এফআইআরে বিএনএসের ১০৩ ধারা যুক্ত করেছি।'
পুলিশ সূত্রে খবর, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করা হয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জুবিনের স্ত্রী বলেন, ''আমরা জানতে চাই, শেষ মুহূর্তে কী হয়েছিল ওঁর সঙ্গে? কোথায় কোথায় নিরাপত্তায় ফাঁক রয়ে গেল, যার ফলে এই মৃত্যু? আমরা এই সবকিছুর উত্তর চাই।' জুবিনের স্ত্রী গরিমা বলেন, ওই ঘটনার সময় জুবিনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে উত্তর দিতে হবে যে কী করে এই ঘটনা ঘটল? এদিন জুবিনের স্ত্রী আরও বলেন, 'জুবিন যখন শারীরিকভাবে সাঁতার কাটার অবস্থায় ছিল না, তাহলে কেন সেই সময়ে তাঁকে জল থেকে তুলে আনা হল না? যদি তাঁরা এই কাজটা করতে পারতেন, তাহলে তো জুবিনকে বাঁচানো খুব সহজ হয়ে যেত! কিন্তু কেন তা করা হল না? কেন সঠিক নিরাপত্তা ছিল না?'