কোচবিহার: চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে 'খুন'! ক্লাব সদস্যদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। ক্লাব সদস্যদের মধ্যে ২ জন স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ।

Continues below advertisement

আরও পড়ুন, দমদমে ২টি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি

Continues below advertisement

চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে 'খুন'! মর্মান্তিক ঘটনা কোচবিহারে, ঠিক কী হয়েছিল ?

বিজেপি নেতার অভিযোগ, ২৬ তারিখ নিহত প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে ক্লাবের সদস্যরা। ক্লাবের সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা লেগে আহত প্রলয়, জানানো হয় ফোনে। ক্লাবের সামনে গিয়ে ছেলেকে দেখতে পাইনি', দাবি বিজেপি নেতা অধীর বর্মনের। রেললাইন থেকে ছেলের দেহ উদ্ধার, অভিযোগ বিজেপি নেতার। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি নেতা অধীর বর্মনের।

অষ্টমীর রাতে গ্যাংস্টারকে গুলি

সম্প্রতি হাওড়ায় একটা খুনের ঘটনা প্রকাশ্যে আসে। বিহারের গ্যাংস্টার খুনে তদন্তে নামে পুলিশ। গুলিতে নিহত গ্যাংস্টার খুনে বিরুদ্ধ আরেক গ্যাংস্টার গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছিল পরিবার। অভিযুক্তদের খোঁজে বিহার গিয়েছিল হাওড়া পুলিশ। অষ্টমীর রাতে গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল!দশমীতেও অধরা অভিযুক্তরা! হাওড়ায় বিহারের গ্যাংস্টার খুনের প্রায় ৪৮ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। 

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

 গত বৃহস্পতিবার রাতে হাওড়ার বনবিহারী বসু রোডে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সুরেশ যাদবকে। এরপর বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাওড়া পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত গ্যাংস্টার সুরেশ যাদব বিহারের কুখ্যাত দুষ্কৃতী। বিহারে তাঁর নামে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সাত বছর জেলও খেটেছে সে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

পঞ্চমীর দিন বিহারের গোপালগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে তাঁর হাওড়ার ফ্ল্যাটে আসেন সুরেশ।  অষ্টমীর রাতে সন্ধ্যাবাজার থেকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার পর আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, বাইকে করে আসা ২ দুষ্কৃতীকে সনাক্তও করেছেন তদন্তকারীরা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)