Continues below advertisement

প্রিয় গায়কের মর্মান্তিক মৃত্যুকে শোকাহত গোটা দেশ। আঁধার নেমেছে অসমে। জুবিনকে হারিয়ে হাহাকার সঙ্গীতমহলে। ভেঙে গিয়েছে বহু ভক্তের মন।  সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে 'দুর্ঘটনায়' মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। এই মৃত্যুতে কাঠগড়ায় তোলা হয়েছে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তাদেরও।  মরিগাঁও থানায় দায়ের হয়েছে এফআইআর। এরই মধ্যে সেদিন জুবিনের সঙ্গে ইয়টে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতারও করেছে। এই আবহেই অসমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক জুবিনভক্ত শোক সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করেন।      

পুলিশ সূত্রে খবর, প্রিয় গায়কের মৃত্যুতে শোকাহত হয়ে এক যুবক সরাইঘাট সেতু থেকে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দেন। জানা গিয়েছে, অনেকেই তাঁকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি শুনতে রাজি হননি। ঘটনার একটি ভিডিও-ও প্রকাশিত হয়েছে। 

Continues below advertisement

প্রিয় গায়কের মৃত্যুতে কী করলেন ভক্ত

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক সেতুর উপর বসে আছে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে সে তার শার্ট ছিঁড়ে ফেলেন।  "জোট জুবিন দা" বলে। তারপর লাফিয়ে পড়েন। সূত্রের খবর, ওই যুবক বেঁচে গিয়েছেন। নদীর ধারে  তাঁকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। কিন্তু স্থানীয়রা আশঙ্কাপ্রকাশ করে বলেন, গভীর নদীতে ঝাঁপ দিলে বড় বিপদ হতে পারত। SDRF টিম যুবকটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করে।

নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবক অসমের মাজুলির বাসিন্দা। জুবিনের মৃত্যুতে সে এতটাই ভেঙে পড়ে যে  নিজেকে শেষে করে দেওয়ার কথা ভাবে। আত্মহত্যা করার চেষ্টা করে।  এদিকে, মাজুলির আরেক বাসিন্দা ১৮ বছর বয়সী মুদোইবিল চারিয়ালি ফিনাইল পান করে নিজেকে শেষ কর দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য গারমুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, জুবিনের মৃত্যুর খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।  এই সব ঘটনাই প্রমাণ, কত মানুষের হৃদস্পন্দন ছিলেন জুবিন গর্গ... ভক্তরা তাঁকে কতটা ভালোবাসতেন। 

জুবিনের মৃত্যুর ঘটনায়  ইয়টে তাঁর সঙ্গে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতার করে। সূত্রের খবর, সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের আয়োজক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাঁকেও শীঘ্রই গ্রেফতার করা হতে পারে।