Continues below advertisement

বেঙ্গালুরু : উৎসবের মরসুম। শাড়ির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। এরই মধ্যে এক মহিলাকে শাড়ি চুরির অভিযোগে বেধড়ক ঠ্যাঙালেন এক শাড়ির দোকানি। রবিবার, ছুটির দিন। বাজার ছিল সরগরম। এরই মধ্যে নাকি একেবারে  ৯০,০০০ টাকার শাড়ি চুরি করেন এক মহিলা। ভয়ঙ্কর অভিযোগ তোলেন এক শাড়ি ব্যবসায়ী। অভিযোগের প্রমাণ দেওয়ার তোয়াক্কা না করেই শুরু করে দেন প্রবল মার।  প্রকাশ্য দিবালোকে মহিলাকে মারধর করেন তিনি। একেবারে সকলের সামনেই। আইনের সাহায্য না নিয়ে, নিজেই একেবারে মাঠে নেমে পড়েন ব্যবসায়ী। মহিলার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ তুলে, মারধর শুরু করে দেয় ওই ব্যবসায়ী। ঘটনায় ওই দোকানিকেই গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ । গ্রেফতার করা হয়েছে তার সহযোগীকেও।                                          

মহিলাকে মারধর করার ভিডিও এখন  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশের সূত্রে খবর, বেঙ্গালুরুর অ্যাভিনিউ রোডের দোকানে হুম্পাম্মা নামে এক মহিলা এসে একগুচ্ছ শাড়ি চুরি করেছিলেন। কিন্তু তিনি কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হন।  ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে।  সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িয়ে এক বান্ডিল শাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা। নানা চেষ্টার পরও, ওই মহিলাকে শাড়ির প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়।  এরপর মহিলাটি আবার ওই  দোকানে ফিরে আসে।  আরও শাড়ি চুরি করার চেষ্টা করে।  দোকানদার কিন্তু এবার তাকে চিনে ফেলে। হাতেনাতে ধরে ফেলে।                         

Continues below advertisement

রাগের বশে, দোকানদার তাকে রাস্তায় টেনে নিয়ে যায় এবং বারবার থাপ্পড় ও লাথি মারতে শুরু করে এবং তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। কাছে দাঁড়িয়ে থাকা দোকানদার এবং স্থানীয়রা পুরো ঘটনাটি ফোনবন্দি করে ফেলেন। মহিলাকে তো গ্রেফতার করাই হয়েছে। ধরা হয়েছে দোকানদার এবং তার সহকারীকেও। পুলিশ জানিয়েছে যে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, একটি চুরির অভিযোগে মহিলার বিরুদ্ধে এবং অন্যটি দোকানদার এবং তার সহকারীর বিরুদ্ধে। মহিলাকে মারধর করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দোকানদার এবং তার সহকারীকে। তাদের তিনজনকেই এখন গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।