নয়াদিল্লি: সঙ্গীত জগতে ফের এক দুর্ঘটনায় এক নক্ষত্রপতন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই রিপোর্ট অনুযায়ী গুরুতর জখম হন অসমের কিংবদন্তি গায়ক তথা ইয়ুথ আইকন জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁকে তড়ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন।

Continues below advertisement


জুবিন সিঙ্গাপুরে North East Festival-এ অংশ নিতে গিয়েছিলেন। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গীত, শিল্পকলাসহ, না না রীতিনীতিকে তুলে ধরা হয়। তাঁর অনুরাগীরা অনুষ্ঠানের প্রথম দিনেও তাঁর সুরেলা কন্ঠে গান শুনবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তবে তা আর হচ্ছে না। বলিউড থেকে টলিউড কাঁপানো গায়কের আওয়াজ চিরতরে স্তব্ধ হয়ে গেল।


তাঁর আকস্মিক মৃত্যুর ঠিক আগেরদিনই জুবিনের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে কাল থেকে সিঙ্গাপুরে শুরু হওয়া এই অনুষ্ঠানে সকলকে আসার আহ্বান জানিয়েছিলেন জুবিন। তাঁকে পোস্ট করা ভিডিওতে বলতে শোনা যায়, 'বন্ধুরা আমি জুবিন গর্গ, বলিউডের, অসমের। আমি সিঙ্গাপুরে আসছি আমাদের অনুষ্ঠান নিয়ে। এটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানও বটে। আমরা বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। এবারে সিঙ্গাপুরকে বেছে নিয়েছি। আমি সেখানে থাকব, আমি পারফর্ম করব, তোমাদের সঙ্গে কথা বলব, তোমাদের সঙ্গে থাকব। অনেক ভালবাসা সিঙ্গাপুর।'


 






সকলকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানালেও, জুবিন এই অনুষ্ঠানে নিজেই আর পৌঁছতে পারলেন না। সকলকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। জুবিনের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স পোস্টে তিনি লিখেছেন, 'আজ অসম তাঁর নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। আমি বাক্যহারা। অসমের জন্য জুবিন কী ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। অনেক তাড়াতাড়ি চলে গেল। এটা যাওয়ার বয়স নয়।'


গ্যাংস্টার ছবিতে 'ইয়া আলি', ক্রিশ ৩- 'দিল তু হি বাতা', পরাণ জায় জ্বলিয়া রে তে 'চোখের জলে ভাসিয়ে দিলাম'-র বিখ্যাত গানগুলির পিছনে ছিল তাঁরই গলা। তবে আর সেই গলায় নতুন কোনও গান শোনা যাবে না।