নয়াদিল্লি: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, হিংসার প্রকাশে উত্তপ্ত গোটা বাংলাদেশ। আর এই উত্তাল দেশের আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর এক্স হ্যান্ডলে মেয়ের সঙ্গে একান্তে খাওয়া-দাওয়ার উপভোগ্য ছবি শেয়ার করেছেন ! এই নির্মমতার আবহে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ছবি শেয়ার করার ঘটনা অস্বাভাবিক। তাই পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের (PTI Fact Check) অনুসন্ধানে উঠে এসেছে যে একটি ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছিল। মূলত এই ছবি যে সাম্প্রতিক সময়েই তোলা হয়েছে তা বোঝানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মিথ্যা এবং অপপ্রচারের উদ্দেশ্যেই এই সমাজমাধ্যমের পোস্ট করা হয়েছে।


এই বছর জুন মাসে আদপেই শেখ হাসিনার কন্যা সায়মা তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে এই মা-মেয়ের একান্ত সময়-যাপনের ছবি শেয়ার করেছিলেন। ৫ অগাস্ট বেশ কয়েক মাস ধরে চলে আসা প্রতিবাদ-প্রতিরোধের কারণে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়। আর তারপর থেকেই সঙ্কটাপন্ন বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসাত্মক ঘটনার মাত্রা বেড়েই চলেছে।


দাবি


৩ ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা যেন তারই এক্স হ্যান্ডল থেকে তাঁর কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে একত্রে খাওয়া-দাওয়ার ছবি শেয়ার করেন। তাঁর কন্যা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পদে কর্মরত। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, 'আমরা মা-মেয়ে একত্রে খাবার খাচ্ছি'। এমনভাবে পোস্ট করা হয়েছে যেন দর্শক-নেটিজেনদের মনে হয় যে এই ছবি সাম্প্রতিক কালেই তোলা হয়েছে। আর এই ছবি পোস্ট করা দেখেই পোস্টের কমেন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি জনৈক ব্যক্তি। তিনি লিখেছেন, 'আপনার দেশেই আমাদের হিন্দু ভাই-বোনেদের মেরে ফেলা হচ্ছে, আমাদের মন্দিরে হানা দেওয়া হচ্ছে, আমাদের বোনেদের সম্মানহানি করা হচ্ছে। আর আপনি এখানে আরামে মেয়ের সঙ্গে খাওয়া-দাওয়া করছেন ? এই অত্যাচার, উন্মত্ততা নিয়ে কথা বলুন আন্তর্জাতিক স্তরে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলুন'।


এখানে দেখুন পোস্ট


তদন্তে কী জানা গেল


এই ভাইরাল হওয়া ছবিটি গুগলে সার্চ করে একটি এক্স পোস্ট পাওয়া যায় সায়মা ওয়াজেদের। যা এই বছরই ৯ জুন শেয়ার করা হয়েছিল। হুবহু একই ছবি রয়েছে সেখানে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, 'আজ খানিক পরেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন, আর তার আগেই মায়ের সঙ্গে খাওয়া-দাওয়ার খানিক মুহূর্ত'।  


এখানে দেখুন আসল পোস্ট


এই তদন্তে পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক গুগলে একাধিক কিওয়ার্ড রিসার্চ করে দেখেছে কিন্তু শেখ হাসিনার কোনো বিশ্বাসযোগ্য এক্স অ্যাকাউন্ট পাওয়া যায়নি। ফলে ছড়িয়ে পড়া ছবিতে যে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ডেস্কের পক্ষ থেকে তা স্ক্যান করে দেখা যায় সেই অ্যাকাউন্ট ২০২৪ সালের নভেম্বর মাসে তৈরি করা হয়েছিল। 


ফলে এটা বোঝাই যায় যে একটি ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার একটি পুরনো ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্ট করা হয়েছে।


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PTI Fact Check Desk এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।