সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি অভিনেত্রী ও এবারের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranaut) একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম (gangster Abu Salem) বলে দাবি করা হয়েছে। প্রচুর মানুষ ওই ছবিটি শেয়ার করে দাবি করেছে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু সালেমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভাইরাল হওয়া ওই ছবির সঙ্গে হিন্দিতে লেখা একটি শিরোনামও রয়েছে সেখানে। তাতে লেখা হয়েছে ভক্তদের মনে রাখার মতো কিছু মুহূর্ত, সিংহী (পড়ুন কঙ্গনা রানাওয়াত)-র সঙ্গে দেশের শত্রু আবু সালেম। প্রসঙ্গত উল্লেখ্য কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। ষেখানে নির্বাচন হবে আগামী পয়লা জুন সপ্তম তথা অন্তিম দফায়।
নিজের এক্স হ্যান্ডেলে একজন টুইটারাট্টি ছবিটি শেয়ার করে হিন্দিতে লিখেছে, অন্ধ ভক্তদের বোন আবু সালেমের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাচ্ছেন। এই প্রতিবেদনটি যখন লজিক্যাল ফ্যাক্টসে লেখা হচ্ছে তখন পর্যন্ত ওই পোস্ট ৫৭ হাজার হাজার বার দেখা হয়েছে। একই ধরনের পোস্টগুলির আর্কাইভ ভার্সান দেখুন এখানে, এখানে এবং এখানে।
লজিক্যাল ফ্যাক্টসের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন খতিয়ে দেখা হয়েছে। ওই প্রতিবেদনগুলি এই বিষয়ে কঙ্গনা রানাওয়াত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে যে সাফাই দিয়েছেন তা উল্লেখ করেছে। ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, প্রাক্তন সাংবাদিক মার্ক মানুয়েলের সঙ্গে তাঁর একটি ছবিকে শেয়ার করে এই ব্যক্তিকে ডন আবু সালেম বলে দাবি করা হয়েছে।
এই সূত্র ধরে লজিক্যাল ফ্যাক্টস গুগলে মার্ক মানুয়েল লিখে সার্চ করার পাশাপাশি তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খতিয়ে দেখে। তাতে দেখা যায় যে মানুয়েল টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন সম্পাদক। তিনি মিড-ডে থেকে সাংবাদিকতা করার পাশাপাশি হিন্দুস্তান টাইমস ও হাফপোস্টের হয়ে কলম ধরেছিলেন।
যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি ম্যানুয়েল ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন। তার শিরোনামে ছিল, কঙ্গনা রানাওয়াত... ভালোবাসা, যৌনতা ও বিশ্বাসঘাতকতা। নিজের ফেসবুক পেজে একই দিনে ওই ছবিটি পোস্ট করে মানুয়েল শিরোনামে লিখেছিলেন খারের কর্নার হাউসে কয়েকমাস আগে তোলা ছবি। আজকে কঙ্গনার সিনেমা সিমরন রিলিজ হওয়ার খুশিতে স্যাম্পেন ব্রাঞ্চ।
বিষয়টি নিয়ে আরও তদন্ত করে দেখা যায় ২০২৩ সালেও একই দাবি জানিয়ে ছবিটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তার ২০২৩ সালের পয়লা অক্টোবর কঙ্গনা রানাওয়াত নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ছবির বিষয়ে জানিয়ে ছিলেন ভাইরাল ছবিতে থাকা ব্যক্তি আবু সালেম নয় তিনি সাংবাদিক মার্ক মানুয়েল। লিখেছিলেন, আমি বিশ্বাস করি না কংগ্রেসের লোকেরা সত্যি বিশ্বাস করে যে কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম আমার সঙ্গে এভাবে মুম্বই একটি বারে যাওয়ার সাহস দেখাবে। ওই ব্যক্তি হলেন টাইমস অফ ইন্ডিয়ার বিনোদন বিভাগের প্রাক্তন সম্পাদক ওনার নাম মার্ক মানুয়েল।
সমস্ত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ২০১৭ সালে তোলা ওই ছবিটিতে মার্ক মানুয়েলের সঙ্গেই কঙ্গনা রানাওয়াত রয়েছেন। তাঁর সঙ্গে গ্যাংস্টার আবু সালেমকে জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা দাবি করা হচ্ছে। আবু সালেম (বাঁ দিকে), মার্ক মানুয়েল (মধ্যিখানে) এবং ভাইরাল হওয়া ছবিটি রাখা হল। যা দেখে আপনারাও বিষয়টি সত্যতা বুঝতে পারবেন।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের (That's journalist Mark Manuel, not gangster Abu Salem with BJP's Kangana Ranaut) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Fact Check: কংগ্রেসের প্রশংসা RSS প্রধানের ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা কী ?