নয়াদিল্লি : দেশের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের (Congress) অবদানের প্রশংসা করছেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat)। সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তাতে তাঁরা দাবি করেছেন, সম্প্রতি এই প্রশংসা করেছেন আরএসএস প্রধান। কিন্তু, পিটিআইয়ের অনুসন্ধানে (Fact Check) উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করা এই ভিডিও ক্লিপটি ২০১৮ সালের একটি পুরনো ভিডিওয়র অংশ। ২০১৮-য় আরএসএস প্রধানের বক্তব্যের ছোট একটু অংশ সম্প্রতি শেয়ার করা হয়েছে।
ভিডিওয় কী দাবি ?
গত ২২ মে এক ফেসবুক ব্যবহারকারী আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তাঁকে ভারতের স্বাধীনতা আন্দোলনের পিছনে কংগ্রেসের অবদানের প্রশংসা করতে শোনা গেছে। পোস্টের ক্যাপশনে লেখা, 'কংগ্রেসের প্রশংসা মোহন ভাগবতের' (“Mohan Bhagwat Praises Congress party”)।
অনুসন্ধান-
এনিয়ে অনুসন্ধানে নেমে, পিটিআই ডেস্ক InVid Tool Search-এর মাধ্যমে ভিডিওটি চালায়। তাতে একাধিক Keyframe পাওয়া যায়। এর মধ্যে একটি Keyframe Google Lens-এর মাধ্যমে চালিয়ে ডেস্ক দেখে, একাধিক পোস্টে ওই ভিডিওটি রয়েছে। যেখানে একই দাবিও জানানো হয়েছে।
আরও অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছে The Indian Express। সেই পোস্টের ক্যাপশনে লেখা, “RSS chief Mohan Bhagwat said that Congress' ideology played an instrumental role in bringing the people of this country on the path to freedom.”
ডেস্ক দেখে, এটা সেই একই ভিডিও যেটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এরপর একটি গুগলে কাস্টমাইজড কিওয়ার্ড সার্চ (Keyword Search) চালানো হয়। তাতে দেখা যায়, ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর NDTV অফিসিয়াল চ্যানেলও একটি ইউটিউব ভিডিও আপলোড করেছে।
অর্থাৎ, ২০১৮ সালের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বিভ্রান্তকর এক দাবি দিয়ে।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PTI এবং শক্তি কালেক্টিভের (Fact Check : PTI Fact Check: Six-year-old video of Mohan Bhagwat praising Congress shared as recent on social media with misleading claim) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।