Verdict: False
মডেল রেশমা সেবাস্টিয়ান নিজেই তাঁর সোশ্যাল হ্য়ান্ডেলে জানিয়েছেন যে তাঁর ভিডিও ব্যবহার করে তাঁকে শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংহের স্ত্রী বলে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। 


কোন দাবি ঘিরে প্রশ্ন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে এক মহিলা হালকা হলুদ রঙের শাড়ি পরে রয়েছেন। সেই ভিডিওর উপরে একটি লেখা রয়েছে হিন্দিতে- যেখানে লেখা রয়েছে শহিদের স্ত্রী।  ওই মহিলাকে শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংহের স্ত্রী স্মৃতি সিংহ বলে দাবি করা হয়েছে।


সোশ্যাল মিডিয়া X -প্ল্যাটফর্মে একটি ব্য়বহারকারী ওই ভিডিও শেয়ার করেছেন (এখানে আর্কাইভ)। সেখানে ক্যাপশনে হিন্দিতে যা লেখা রয়েছে বাংলার তার তর্জমা করলে দাঁড়ায়, 'এক মা তাঁর পুত্রকে দেশের জন্য হারিয়েছেন আর সেই শহিদের স্ত্রী ১ কোটি টাকা এবং শৌর্য চক্র নিয়ে ইন্সটাগ্রামে নিজের সৌন্দর্য দেখিয়ে বেড়াচ্ছেন।'  এই দাবির মতোই আরও একাধিক দাবি করা হয়েছে সেগুলির আর্কাইভ এখানে, এখানে এবং এখানে দেখা যাবে।


ক্যাপ্টেন অংশুমান সিংহকে মৃত্য পরবর্তী কীর্তি চক্রে সম্মানিত করা হয়েছে। সিয়াচেনে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর এই আত্মত্যাগকে স্মরণ করেই এই সম্মান তাঁকে দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর স্ত্রী স্মৃতি সিংহের হাতে ৫ জুলাই রাষ্ট্রপতি ভবনে এই সম্মান তুলে দেন। 




এরপর শহিদ অংশুমান সিংহের বাবা-মা বিশেষ অভিযোগ নিয়ে সংবাদমাধ্য়মে মুখ খোলেন, তার পর থেকেই স্মৃতি সিংহ শিরোনামে রয়েছেন। শহিদ অংশুমান সিংহের বাবা-মা সেনার নেক্সট অফ কিন (Next of kin) নীতি বা NOK নীতির কিছু বিষয় নিয়ে প্রশ্ন  তোলেন। তাঁদের অভিযোগ ছিল প্রাপ্ত অর্থ এবং সম্মানের পদক নিয়ে তাঁদের ছেড়ে চলে গিয়েছেন তাঁদের পুত্রবধূ স্মৃতি সিংহ।


The Hindu পত্রিকার একটি খবরের ভিত্তিতে- সেনাকে উদ্ধৃত করে দাবি করা হয়েছিল যে Army Group Insurance Fund (AGIF) থেকে প্রাপ্ত ১ কোটি টাকা শহিদ অংশুমান সিংহের বাবা-মা এবং স্ত্রীয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্য পেনশন পাবেন তাঁর স্ত্রী স্মৃতি সিংহ। এর পাশাপাশি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন যার মধ্যে ৩৫ লক্ষ পেয়েছেন তাঁর স্ত্রী এবং ১৫ লক্ষ টাকা বাবা-মা পেয়েছেন। 


যদিও এটা নিশ্চিত করা গিয়েছে, যে ভিডিও নিয়ে দাবি করা হচ্ছিল ওই ভিডিও আদতে রেশমা সেবাস্টিয়ানের (Reshma Sebastian), উনি স্মৃতি সিংহ নন। 


কী খোঁজ পাওয়া গিয়েছে?
গুগল রিভার্স ইমেজ (Google Reverse Image Search) সার্চ করে দেখা গিয়েছে ওই ভিডিওটি আসলে রেশমা সেবাস্টিয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। ২০২৪ সালের ২৪ এপ্রিল তাঁর অ্যাকাউন্টে ওই ভিডিও (এখানে আর্কাইভ) আপলোড করেন তিনি। 




তাঁর ইন্সটাগ্রাম বায়োতে একটি লিঙ্ক রয়েছে যেটি তাঁর TEDx Talk-এর। নারী এবং আর্থিক স্বনির্ভরতা নিয়ে কথা বলছেন তিনি, সেখানেই তিনি নিজেকে একজন মডেল বলে পরিচিতি দিয়েছেন। Hindustan Times-এর রিপোর্ট অনুযায়ী, রেশমা সেবাস্টিয়ান তাঁর স্বামী ও কন্যাকে নিয়ে জার্মানিতে থাকেন, সম্প্রতি কেরলে ঘুরতে এসেছিলেন। 


তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টও করেছিলেন সেবাস্টিয়ান। ১৪ জুলাইয়ের সেই পোস্টে (এখানে আর্কাইভ) তিনি বলেছিলেন, 'এটা শহিদ সেনা ক্যাপ্টেন অংশুমান সিংহের স্ত্রী স্মৃতি সিংহের অ্যাকাউন্ট বা পেজ নয়। আগে প্রোফাইল ডিটেইল এবং বায়ো পড়ে নিন। ভুল তথ্য ছড়ানো এবং ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকুন।'- এই পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও ছিল- সেখানে যা  লেখা তাঁর বাংলা তর্জমা দাঁড়ায়- 'সবকিছুর একটা সীমা রয়েছে'




রেশমা সেবাস্টিয়ান তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে এক ব্যক্তি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে ওই ব্য়ক্তির ছবি সহ পোস্টটি রয়েছে- সেখানে রেশমা লিখছেন, 'আমার ছবি ব্য়বহার করে স্মৃতি সিংহের বিষয়ে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। আমরা আইনি ব্যবস্থা নেব। এরকম কোনও পোস্ট শেয়ার হলে দয়া করে আমাদের জানান যাতে আমরা রিপোর্ট করতে পারি।'




স্মৃতি সিংহ এবং রেশমা সেবাস্টিয়ানের ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায় দু'জনের হেয়ারস্টাইল কাছাকাছি হলেও তাঁদের দেখতে একেবারেই আলাদা। 




বিচার কী?
মডেল রেশমা সেবাস্টিয়ানের ভিডিও শেয়ার করে তাঁকে শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংহের স্ত্রী স্মৃতি সিংহ হলে যে দাবি করা হচ্ছে- তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন।


(এই প্রতিবেদনটি প্রথম logicallyfacts.com- এ প্রকাশিত হয়েছিল , এবং একটি বিশেষ ব্যবস্থার অংশ হিসাবে এবিপি লাইভে পুনঃপ্রকাশিত হয়েছে। পুনঃপ্রকাশের সময় এবিপি লাইভ প্রতিবেদনটির শিরোনাম এবং বৈশিষ্ট্য চিত্রটি সম্পাদনা করেছে)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাফল্য বদলেছে জীবন, বেড়েছে ব্যস্ততা, অলিম্পিক্সে কি বাজিমাত করতে পারবেন লভলিনা ?