Free Scooter Yojana: মহিলাদের স্কুটি কিনতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৬৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। এমনই দাবি করা হচ্ছে ইউটিউবের একটি ভিডিয়োতে। আর এই ভিডিয়োর সত্যতা (Fact Check) যাচাই করে একে মিথ্যা এবং ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। ভিডিয়োতে বলা হয়েছে যে এই যোজনা (PIB Fact Check) প্রথমে উত্তরপ্রদেশ এবং আরও দুই-তিনটি রাজ্যে চালু করা হয়েছিল। তবে এবার সারা দেশে কার্যকর করা হয়েছে ফ্রি স্কুটি যোজনা (Free Scooty Yojana)। আর এই যোজনায় নাম লেখালে স্কুটি কেনার জন্য ভর্তুকি পাবেন আপনিও। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলেই জানিয়েছে পিআইবি।


ইউটিউবে সরকারি সূচনা (Sarkari Suchnaa) নামে একটি চ্যানেলের ভিডিয়োর থাম্বনেলে বলা হয়েছে সরকার চালু করেছে ফ্রি স্কুটি যোজনা। এই যোজনার মাধ্যমে এবার দেশের সমস্ত নাগরিক স্কুটি কেনার জন্য সরকারের পক্ষ থেকে পাবেন ভর্তুকি। এই ভিডিয়োর শুরুতেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার নাগরিকদের জন্য একটি বড় চমক নিয়ে এসেছে। ৪ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিয়োতে ধাপে ধাপে বলাও হয়েছে কীভাবে এই যোজনার জন্য নাম লেখানো যাবে। এমনকী বলা হয়েছে যে ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই যোজনা চালু করা হয়েছে যা কিনা ডিজিটাল ভারত মিশনের অন্তর্ভুক্ত।



এই ভিডিয়োতে এও দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই দেশের ১১ হাজার মানুষ এই ফ্রি স্কুটি যোজনার সুবিধে পেয়েছেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেন বলেই দাবি করা হয়েছে এই ভিডিয়োতে। এমনকী এই যোজনায় নাম নথিভুক্ত করানোর জন্য কী কী নথি লাগবে তাও বলা হয়েছে এই ভিডিয়োতে। তবে অবিবাহিত মহিলাদের এই যোজনার সুবিধে দেওয়া হবে এবং যাদের বয়স ১৮-র বেশি তারাই কেবল এই সুবিধে পাবেন বলে জানাচ্ছে এই ভিডিয়ো। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা, সরকার এইরকম স্কুটার কেনার জন্য মহিলাদের কোনো ভর্তুকি দিচ্ছে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন; Fact Check: ১ কোটি মানুষকে বিনামূল্যে স্মার্টফোন দেবে কেন্দ্র ? আদৌ সত্যি ?