Free Smartphone Yojana: বিনামূল্যে স্মার্টফোন দেবে কেন্দ্র। ঘরে বসে অনলাইনে আবেদন করেই বিনামূল্যে স্মার্টফোন পাবেন দেশের ১ কোটি মানুষ। আধার কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর থাকলেই এই সুবিধে পাওয়া যাবে। ১৮ বছর বয়স হলেই এই যোজনার সুবিধে পাবেন আপনি অর্থাৎ এই যোজনার অধীনে পাবনে বিনামূল্যে একটি স্মার্টফোন (Free Smartphone)। এমনই দাবি করা হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের ভিডিয়ো থাম্বনেলে। সম্প্রতি কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে (Fact Check) জানানো হয়েছে। এক্স হ্যান্ডলে উক্ত চ্যানেলের নাম ও ভিডিয়োর থাম্বনেল দেখিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পিআইবি জানিয়েছে যে এইরকম কোনো যোজনা কেন্দ্র সরকারের নেই, ভিডিয়োর থাম্বনেলে মিথ্যে প্রচার করা হচ্ছে।


প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউটিউবে 'সরকারি সূচনা' নামের একটি চ্যানেলের একটি ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে কেন্দ্র সরকার ১ কোটি মানুষকে বিনামূল্যেই মোবাইল দেবে। এর নামও দেওয়া হয়েছে ফ্রি স্মার্টফোন যোজনা। যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের সদস্যদের এই যোজনার মাধ্যমে বিনামূল্যে মোবাইল দেওয়া হবে বলে জানাচ্ছে এই ইউটিউব চ্যানেলের ভিডিয়ো। কিন্তু কেন দেওয়া হবে এই বিনামূল্যের স্মার্টফোন ? এই স্মার্টফোনের সাহায্য সরকারের সমস্ত জরুরি বার্তা যাতে ছড়িয়ে যায় সমস্ত নাগরিকের কাছে, সেই উদ্দেশ্যেই এই যোজনার অবতারণা করা হয়েছে। ডিজিটাল ভারতের অধীনে এই যোজনা চালু করা হয়েছে এবং এর মাধ্যমে সমস্ত নাগরিকদের আত্মনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে।



ভিডিয়োতে এও বলা হয়েছে যে এই যোজনায় নাম নথিভুক্ত করানোর জন্য কোথাও লাইন দেওয়ার দরকার নেই। এই যোজনার মাধ্যমে ফর্মপূরণ করে নির্বাচিত হলে মোবাইল কেনার জন্য ভর্তুকি দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এমনকী এই দাবিও করা হচ্ছে যে ২০ লক্ষ মানুষকে ইতিমধ্যেই মোবাইল দেওয়া হয়ে গিয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকলে নাকি এই যোজনায় আবেদন করা যাবে। বিনামূল্যে মোবাইল শুধু নয়, এর সঙ্গে সঙ্গে ৩ বছরের ডেটা, আনলিমিটেড কলিং দেওয়া হবে বিনামূল্যে, এমনও দাবি করা হয়েছে এই ভিডিয়োতে। এছাড়া এই যোজনার সুবিধে পেতে রাজস্থান সরকারের ওয়েবসাইটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিআইবি স্পষ্ট জানিয়েছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো। সরকার এরকম কোনো যোজনা শুরু করেনি।


আরও পড়ুন; AAP : 'দিদির পথে আরেক সরকার ' ! মহিলারা প্রতি মাসে পাবেন ২১০০ টাকা