কলকাতা: সম্প্রতি বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে প্রতিমাসে এই টাকাটা রাখলে মাসের শেষে কয়েক লক্ষ টাকা আয় করা যাবে। এই ভিডিও নিয়েই শোরগোল সোশাল মিডিয়ায়। 

Continues below advertisement

ফেসবুক থেকে পাওয়া ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি বিনিয়োগ প্রকল্প চালু করেছেন। সেখানে বলা হচ্ছে ২২ হাজার টাকা রাখলে প্রতি মাসে ১০ লাখ পর্যন্ত আয় করতে পারেন বিনিয়োগকারীরা। 

কিন্তু পিআইবির তরফে সাফ বলা হয়েছে, এটি একটি স্ক্যাম। ডিজিটালি একটি ভুয়ো ভিডিও বানিয়ে পোস্ট করা হচ্ছে। এমন কোনও প্রকল্প কেন্দ্রীয় সরকারের তরফে অর্থমন্ত্রী প্রকাশ করেননি। 

Continues below advertisement

পিআইবি-র ফ্যাক্ট চেকের তরফে এও বলা হয়, এমন কোনও ভুয়ো বিনিয়োগ এর ফাঁদে পড়বেন না। এমন ভিডিও বিশ্বাস করার আগে ভাল করে যাচাই করে দেখার কথা বলা হয়েছে।