কলকাতা: অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধামের। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বারোদঘাটনের আগের দিনমন্দির চত্বরে আয়োজন করা হয়েছিল মহাযজ্ঞের। পুরীর দ্বৈতাপতির উপস্থিতিতে করা হয়েছিল যজ্ঞ। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছিল এক্সক্লুসিভ ছবি। কিন্তু এবিপি আনন্দের ফেসবুক পেজ থেকে সেই ছবি নিয়ে তা নতুনভাবে বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় একটি বিকৃত খবরের লাইন দিয়ে।

Continues below advertisement

সোশাল মিডিয়ায় একটি বিকৃত ছবি পোস্ট করা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থেকে। যেখানে এবিপি আনন্দের পোস্ট করা মূল ছবিকে Morphed করে সম্পূর্ণ বিকৃত খবরের লাইন দিয়ে পরিবেশন করা হচ্ছে। যে খবরটি এবিপি আনন্দে কখনই পরিবেশিত হয়নি। কোনও সোশাল মিডিয়ায় এই ধরনের কোনও খবর ও ছবিও প্রকাশিত হয়নি। 

দেখে নিন আসল খবর এবং বানানো ছবি- 

Continues below advertisement

 

ভুয়ো ছবিটিকে অবিকল এবিপি আনন্দের পোস্ট করা ছবির মতো করেই তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মূল ছবির সঙ্গে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। আসল ছবির লোগোর রঙের সঙ্গে এবং হরফে তফাৎ আছে ভুয়ো ছবিটির।                                          

এবিপি আনন্দের খবরের লিঙ্ক দেখুন, এখানে- 

এবিপি আনন্দের পোস্ট করা মূল ছবিটির আরেকটি লিঙ্ক দেখুন এখানে

এছাড়াও এবিপি আনন্দের সম্পাদকীয় কিছু বানান বিধি আছে। বিকৃত ছবিটিতে সেই বানান বিধির মান্যতার প্রমাণ নেই।     

       

ভুয়ো ছবির লিঙ্ক দেখুন এখানে- 

আরেকটি লিঙ্ক দেখুন এখানে- 

 

ফ্যাক্ট চেক

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিটির সত্যতা যাচাই করার জন্য এবিপি লাইভ বাংলার তরফে 'গুগল লেন্স' এবং 'রিভার্স ইমেজ' পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন্যান্য ফ্যাক্ট চেকের পদ্ধতিও অনুসরণ করা হয়েছে।  সেখানে দেখা গিয়েছে এবিপি আনন্দের কোনও সোশাল মিডিয়া পেজে এই ছবি কখনই পোস্ট করা হয়নি।                       

এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে,  সোশাল মিডিয়া থেকে পাওয়া এই ভুয়ো ছবিটি 'এবিপি আনন্দ'র লোগো ব্যবহার করে পোস্ট করা হচ্ছে। যে ছবিটি তৈরি করা। এ ধরনের প্ররোচনায় পা না দিতে অনুরোধ করা হচ্ছে।