নয়া দিল্লি: ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি নয়া দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।  এরই মধ্যে একটি সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। একটি এক্স পোস্টে বলা হয়েছে, 'বেশ কিছু রিপোর্ট আসছে সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান সরকার একাধিক ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে। এর মধ্যে অধিকাংশই মুসলিম এবং কিছু হিন্দুরাও আছে।  

Continues below advertisement

ওই পোস্টে এও বলা হয়, 'ভারতীয়দের সঙ্গে এরকম ব্যবহার কেন? আফগানরা এটা ভুলে গেলে চলবে না যে আফগানিস্তানকে ভারত ১০ বিলিয়ন ডলার দান করেছে। এঁদের নিজেদের লিমিটে থাকা উচিত, লাইনের বাইরে বেরনো উচিত নয়।' 

এদিকে এই খবরটি ভুয়ো, এমনটি দাবি করে পোস্ট করেছে পিআইবি ফ্যাক্ট চেক। সেখানে বলা হয়েছে, এই দাবি যে প্রোফাইল থেকে করা হয়েছে সেই প্রোফাইলটি ভুয়ো। এবং এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। 

Continues below advertisement

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ভারত আফগানিস্তানে ছয়টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে, যার বিস্তারিত তথ্য আলোচনা শেষে প্রকাশ করা হবে। তিনি জানান, এই প্রকল্পগুলো স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ সংযোগের ওপর গুরুত্ব দেবে। এর পাশাপাশি, তিনি আফগানিস্তানকে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০টি অ্যাম্বুলেন্সের মধ্যে পাঁচটি ব্যক্তিগতভাবে মুতাকির হাতে হস্তান্তর করেন।                

এছাড়াও, ভারত আফগান হাসপাতালগুলোর জন্য নতুন MRI ও CT স্ক্যান মেশিন, টিকাদানের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন, এবং ক্যানসার চিকিৎসার ওষুধ সরবরাহের ঘোষণা দেয়। জয়শঙ্কর বলেন, “ভারত সবসময় মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থেকেছে — সেটা কোভিড-১৯ মহামারির সময় হোক বা জাতিসংঘের মাদকবিরোধী কর্মসূচির অধীনে পুনর্বাসন সহায়তার ক্ষেত্রেই হোক।”