সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, “বাংলার বিধায়ক মনসুর মহম্মদ দিমিরকে দেখুন।  পুলিশের ইউনিফর্মে কর্তব্যরত পুলিশের এই যখন অবস্থা, তখন বাঙালির কী অবস্থা হবে…!  এই ভিডিওটি শেয়ার করুন যাতে এটি সারা ভারতে দেখা যায়।” (Archive Link) 





ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০১৮ সালের ২০ অক্টোবর Hindustan Times-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। “BJP corporator thrash Sub Inspector, intimidate lady lawyer in Uttar Pradesh.”- এই শিরোনামে প্রকাশিত ভিডিয়োটি থেকে জানা যায় যে, ২০১৮ সালের ২০ অক্টোবর মিরাটের বিজেপি কাউন্সিলর মণীশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সাব-ইন্সপেক্টর সুখপাল সিং পানওয়ারকে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।                                                                                                                                                          




https://www.youtube.com/watch?v=2d4xJRmnC1g


ANI UP/Uttarakhand’s official X অ্যাকাউন্টে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।


India Today-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একজন মহিলা আইজীবীকে নিয়ে বিজেপি কাউন্সিলরের রেস্তরাঁতে গিয়েছিলেন পুলিশ অফিসার। সেখানে একজন কর্মচারীর সঙ্গে প্রথমে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ওই পুলিশ অফিসার। সেখান থেকেই বিবাদের উৎপত্তি হয়েছিল।


IndiaTV -র রিপোর্ট অনুযায়ী, গ্রেফতারির পরে জামিন পেয়ে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।


Conclusion


সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। ভিডিয়োটি আসলে উত্তরপ্রদেশের মিরাটের। 


Result: False




ডিসক্লেমার: এই প্রতিবেদনটি নিউজ চেকার দ্বারা প্রকাশিত হয়েছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে। শিরোনাম এবং সংক্ষিপ্তসার ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি।                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে